মুক্তি পেল হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার ছবির প্রথম গান, শের খুল গয়ে। আর মুক্তি পেতেই হইচই বাঁধিয়ে বসল এই গান। পুরোদস্তুর পার্টি সং যেন আসন্ন পার্টি মরশুম অর্থাৎ বড়দিন এবং নিউ ইয়ারের জন্য একেবারেই আদর্শ। গানের তালে হৃতিক, দীপিকার সঙ্গে নেচে উঠবেন আপনিও।
প্রকাশ্যে ফাইটার ছবির প্রথম গান
কদিন আগেই মুক্তি পেয়েছে ফাইটার ছবির পাওয়ার প্যাক টিজার। অ্যাকশনে ভরপুর সেই টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তারপরই স্বাদ বদলাতে মাসের মাঝামাঝি প্রকাশ্যে আনা হল এই ছবির প্রথম গান। শুক্রবার ১৫ ডিসেম্বর সকালে মুক্তি পেল হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত ফাইটার ছবির গান শের খুল গয়ে।
আরও পড়ুন: শাহরুখ জ্বর! ভারতের ২৪০টি শহরে ডাঙ্কির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন, বিশেষ ব্যবস্থা বিদেশেও
আরও পড়ুন: অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স, হাসপাতাল থেকে আর কী জানালেন অভিনেতার স্ত্রী?
গানটির ভিডিয়োটিতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এমনকি করণ সিং গ্রোভারকে নাচতে দেখা যাচ্ছে জমিয়ে। কোনও নাইট ক্লাবে তাঁদের এই গানটির শুট হয়েছে যে সেটা স্পষ্ট। সঙ্গে গানে এক ঝলক দেখা মিলল বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরেরও। মুক্তি পেতে না পেতেই নজর কেড়েছে গানের হুক স্টেপ।