Dev Birthday: ছাদে সুইমিং পুল, নিজস্ব থিয়েটার, আরবানার সুবিশাল পেন্ট হাউজে থাকেন দেব, কত দাম? Updated: 25 Dec 2024, 07:42 AM IST Tulika Samadder ছোটবেলায় মা-বাবার সঙ্গে থাকতেন মুম্বইয়ের বস্তিতে। আর বর্তমানে কলকাতায় বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি তাঁর নামে। দামি গাড়ি, ঘড়ির কালেকশন জেনে তো মাথায় হাত পড়বে!