আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধুমকেতু। ইতিমধ্যেই ছবির একটি গান মুক্তি পেয়েছে, যা কিছু সময়ের মধ্যেই ভালোবাসা পেয়েছে লক্ষ লক্ষ শ্রোতার। এই ছবিটির গল্প নিয়ে মানুষ যতটা না আগ্রহী, তার থেকেও বেশি উৎসুক দেব এবং শুভশ্রীকে দীর্ঘ ৯ বছর পর বড় পর্দায় দেখার জন্য।
এক সময় টলিউডের অন্যতম চর্চিত জুটি ছিল দেব এবং শুভশ্রীর জুটি। পরবর্তীকালে তাঁদের পথ আলাদা হয়ে যায়। শুভশ্রী বিয়ে করেন রাজ চক্রবর্তীকে এবং দেব রুক্মিণীর সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ধুমকেতু মুক্তি পাওয়ার সুবাদে বারবার চর্চায় উঠে আসছে এই জুটির প্রেম এবং বিচ্ছেদের গল্প।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
দেব-শুভশ্রীর প্রেম কেন বিচ্ছেদে পরিণত হয়ে গেল, কেন দুজনের পথ আলাদা হয়ে গেল এই নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ দেবকে দায়ী করেন কেউ আবার রুক্মিণীকে। কেউ শুভশ্রীর হয়ে কথা বলেন, কেউ আবার দেবের হয়ে সাফাই দেন। এই সবকিছুর মধ্যে সম্প্রতি ভাইরাল হল দেবের একটি পুরনো ইন্টারভিউয়ের ভিডিয়ো।
যে পুরনো সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেবকে মূলত নিজের বিয়ে নিয়ে কথা বলতে শোনা যায়। দেব বলেন, ‘আমি বিয়ে নিয়ে ভীষণ সিরিয়াস। তবে আমি এখনই বিয়ে করতে চাই না কারণ আমি নিজের জীবন নিয়ে এখন ভীষণ ঘেঁটে আছি। আমার কাজ, রাজনীতি, ঘাটাল এই সব কিছু নিয়ে আমি খুব ব্যস্ত। আমার জীবনের যেই থাকুক না কেন, তাকে যদি আমি এখন বিয়ে করি তাহলে তাকে সময় দিতে পারবো না ফলে সম্পর্ক ভেঙ্গে যাবে।’
দেব আরও বলেন, ‘আমি চাই একটু গুছিয়ে নিয়ে তারপর বিয়ে করতে। বিয়ে নিয়ে আমার কোনও অনীহা নেই। আমিও চাই দিনের শেষে আমার স্ত্রী সন্তান থাক। আমিও সারাদিনের ব্যস্ততার পর বাড়ি ফিরতে চাই, যেখানে কেউ আমার জন্য অপেক্ষা করে থাকবে। তবে সেটা এখন নয়।’
তবে মজার ব্যাপার হলো এই ইন্টারভিউটি মোটামুটি দু বছর আগের। ২ বছর আগে নিজের বিয়ের কথা সর্বসমক্ষে বললেও তার পর থেকে আর এই বিষয়ে একটিও কথা বলেননি তিনি। বিয়ে বা সংসার কোনটার জন্যই হয়তো এখনও তিনি প্রস্তুত নন। রুক্মিণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও এখনও নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত দেব।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
প্রসঙ্গত, দেবের এই সাক্ষাৎকার শুনে কিছু কিছু মানুষ যেমন শুভশ্রীর রাজকে বিয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেউ আবার প্রশ্ন করেছেন, দেব আর কত সময় নেবেন বিয়ে করতে? মোদ্দা কথা, ধুমকেতু ছবির হাত ধরে বারবার উঠে আসছে দেব- শুভশ্রীর ভেঙে যাওয়া সম্পর্কের কথা, যা অনেক বছর আগেই বিচ্ছেদে পরিণত হয়েছিল।