'ধূমকেতু' মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাঁদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তাঁরা আলাদা যাবেন, আবার অনেকে তাঁদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।
সেই সব আলোচনার অবসান ঘটিয়ে ফের বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে মায়ের পুজোও দেন। তাঁরা ধূপ দিয়ে আরতি করে মায়ের পুজো করেন। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে রংমিলান্তিতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি।
দেব ও শুভশ্রী দু'জনের পেজ থেকেই তাঁদের সেই সুন্দর মুহূর্তের ভিডিয়ো সামাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। সেখানে তাঁদের পুজো দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। তাঁদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আরও পড়ুন: ‘ধূমকেতু’র পর দেব-শুভশ্রী জুটিকে কি ফের একসঙ্গে দেখতে চান প্রসেনজিৎ? প্রশ্নে এ কী করলেন নায়ক