বাংলা নিউজ > বায়োস্কোপ > Asha bhonsle: 'সন্তানদের নিয়ে বেরিয়ে আসি, তবুও...' ভেঙেছে প্রথম বিয়ে, তবুও ডিভোর্স নিয়ে কী বললেন আশা ভোঁসলে?
পরবর্তী খবর
Asha bhonsle: 'সন্তানদের নিয়ে বেরিয়ে আসি, তবুও...' ভেঙেছে প্রথম বিয়ে, তবুও ডিভোর্স নিয়ে কী বললেন আশা ভোঁসলে?
1 মিনিটে পড়ুন Updated: 31 Dec 2023, 04:44 PM ISTSubhasmita Kanji
Asha bhonsle: সম্প্রতি একটা সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান তাঁর বিয়েতে সমস্যা দেখা দিলে তাঁকে তাঁর সন্তানদের নিয়ে বেরিয়ে আসতে হয়।
ডিভোর্স প্রসঙ্গে কী মত আশার?
আশা ভোঁসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আজকালকার সমাজে বাড়তে থাকা ডিভোর্স নিয়ে কথা বললেন। জানালেন তাঁর বিবাহিত জীবনে একাধিক সমস্যা থাকলেও তিনি কখনই সেই বিয়ে ভাঙার কথা ভাবেননি। স্পিরিচুয়াল গুরু শ্রী শ্রী রবি শঙ্করকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার সংজ্ঞা বদলে গিয়েছে।
ডিভোর্সের বিষয়ে কী বললেন আশা ভোঁসলে?
এই সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানিয়েছেন, 'আমি এখন ৯০ বছর বয়সী মহিলা। আমি বিবাহিত, আমার তিন সন্তানও আছে। আমার বৈবাহিক সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে আমি আমার সন্তানদের নিয়ে আমার মায়ের কাছে চলে আসি। আমি তাও কখনই ডিভোর্স ফাইল করিনি। কিন্তু আজকাল বিয়ের একমাসের মাথাতেও শুনি অনেকে ডিভোর্স করছে। কিন্তু কেন হচ্ছে এটা?'
আশা ভোঁসলে এমন প্রসঙ্গ তুললে রবি শঙ্কর মজা করে বলেন যে পুরনো প্রজন্মের কাছে তাঁর গান ছিল তাই তাঁরা সহজেই বিপদের সময় কাটাতে পেরেছেন। তিনি আরও জানান আজকাল সকলেই ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন।