অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর সারলেন বাগদান! সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে জীবনের এই বড় মুহূর্তটি ভাগ করে নিলেন। অংশুলার দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্কর তাঁকে বিয়ে প্রস্তাব দেন। তারপর তাঁরা বাগদানও সারেন।
অংশুলা কাপুর তাঁর বাগদানের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। সেখানে অংশুলাকে ফ্লোলার প্রিন্টের একটি সাদা গাউনে দেখা যায়। অন্যদিকে, রোহনের পরনে ছিল একটি ব্রাউন রঙের ফুল স্লিভ টি শার্ট ও জিন্স। প্রথম ছবিতে দেখা যায় রোহন হাঁটু উপর বসে আংটির বাক্স খুলে আংশুলার দিকে তাকিয়ে, আর আংশুলাও বেশ উত্তেজিত। তারপরের ছবিগুলির একটিতে দেখা যায় তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেছেন। তারপর তাঁদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতেও দেখা যায়।
আরও পড়ুন: বিশেষ বন্ধুকে নিয়ে জন্মদিনে থাইল্যান্ড ভ্রমণে গেলেন অদ্রিজা! জানেন তিনি কে?
ছবিগুলি শেয়ার করে আংশুলা লেখেন, ‘একটা অ্যাপে মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার, রাত ১.১৫ মিনিটে হঠাৎ কথা বলা শুরু করেছিলাম। আমরা সেই সকাল ৬টা পর্যন্ত কথা বলেছিলাম। তখন এটা এমন কিছুর শুরুর মতো মনে হয়েছিল যা খুব গুরুত্বপূর্ণ। ৩ বছর পরে, আমার প্রিয় শহরে, সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে, ও আমাকে এই ভাবে প্রস্তাব দিল! ভারতীয় সময় ঠিক ১.১৫ মিনিটে! পৃথিবীটা যেন সেই মুহূর্তটার জন্য থেমে গিয়েছিল, আসলে এই মুহূর্তটা জাদুর মতো। একটা শান্ত ধরনের ভালোবাসা যা বাড়ির মতো অনুভব করায়।’
অংশুলা আরও বলেন, ‘আমি কখনও রূপকথায় বিশ্বাসী মেয়ে ছিলাম না.. কিন্তু @rohanthakkar1511 সেদিন আমাকে যা দিয়েছিল তা রূপকথার থেকেও ভালো। আমি হ্যাঁ বলেছিলাম। কান্না, হাসি সবটা মিলিয়ে যে আনন্দ আমি পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ ২০২২ সাল থেকে, সবসময় তুমিই ছিলে। আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে বাগদান করেছি! আমার নিরাপদ জায়গা। প্রিয় পুরুষ, প্রিয় শহর... এবং এখন, আমার প্রিয় হ্যাঁ!’
আরও পড়ুন: বনি-কৌশানির একসঙ্গে পথ চলার ১০ বছর, কেক কেটে হল উদযাপন! জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম
অংশুলা সুখবরটি জানানোর পরপরই, তার সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর দিদিকে ভালোবাসায় ভরে দেন। জাহ্নবী দিদির পোস্ট শেয়ার করে লেখেন, ‘আমার দিদির বাগদান হয়েছে।’ অন্যদিকে, খুশি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন: ‘আমি তোমাদের দু’জনকেই ভালোবাসি। আমার দিদির বিয়ে!'