বাংলা নিউজ > বায়োস্কোপ > Anwesha Hazra: ‘একই হলে ছবি রিলিজ করছে…’, দেবকে বিয়ের স্বপ্ন ছিল, ক্রাশের সঙ্গে মুখোমুখি লড়াই! আবেগে ভাসলেন অন্বেষা
পরবর্তী খবর
ছোটপর্দার নামী নায়িকা অন্বেষা হাজরা। এখন জিবাংলার পর্দায় দর্শক তাঁকে দেখছে আনন্দী হিসাবে। দেবকে ভালোবেসেই উচ্চমাধ্যমিকে ভালো ফল করেন অন্বেষা। স্বপ্ন ছিল কলকাতায় এসে দেবকে বিয়ে করবেন! বাস্তবে হোক বা পর্দায়, সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে এবার দেবের প্রতিদ্বন্দ্বী তিনি। শুক্রবার বক্স অফিসে মুক্তি পেল অন্বেষা অভিনীত ৫ নম্বর স্বপ্নময় লেন। আরও পড়ুন-চরম অর্থকষ্টে সুপ্রকাশ চাকী! শিল্পীর দুরাবস্থায় ফের 'মমতাময়ী' মুখ্যমন্ত্রী,১ লাখ অনুদান মন্ত্রীর