বলিউড আর ক্রিকেটের জুটি বরাবরই হিট। অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির ভালোবাসার দুনিয়া আপাতত ভরিয়ে রেখেছে তাঁদের দুই সন্তান ভামিকা আর অকায়। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন তাঁরা। আর অকায়-ের জন্ম ২০২৪ সালে। মাসখানেক টানা লন্ডনে থাকার পর, সদ্যই ভারতে পা রেখেছিলেন অনুষ্কা। আর এবার তাঁকে দেখা গেল স্টেডিয়ামে, বিরাট কোহলির আইপিএলের ম্যাচ দেখতে।
চলমান IPL-এর মরসুমে বিরাটের দুর্দান্ত পারফরম্যান্স ইতিমধ্যেই পাগল করেছে তাঁর অনুরাগীদের। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB বনাম জিটি ম্যাচ দেখতে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। এবারের আইপিএলে প্রথমবার এলেন তিনি।
আরও পড়ুন: বনশালির হীরামান্ডিতে ওরাল সেক্স শেখর সুমনের! অভিনেতা বললেন, ‘আপনি অভিযোগ করতে পারবেন না…’
এত বছর পরে এসেও, বিরাটের খেলা যে মুগ্ধ করে অনুষ্কাকে তা প্রমাণ হয়ে গেল আরও একবার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ চলাকালীন, বিরাট কোহলি ব্যতিক্রমী ব্যাটিং দক্ষতা মুগ্ধ করল সকলকে। আর বাদ গেলেন না অনুষ্কাও। সমানে উৎসাহিত করে চলেছিলেন বরকে গ্যালারি থেকে। বিরাটের ব্যাটিং চলাকালীন অনুষ্কার প্রতিক্রিয়াই এখন টক অফ দ্য টাউন!
দেখুন-