টলিপাড়ার সুপরিচিত অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী চলতি বছরের গোড়ার দিকেই হয়েছেন মা। গর্ভাবস্থার কথা সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন সুদীপ এবং অনিন্দিতা, তারপরেই মার্চে মেয়েকে স্বাগত জানান তিনি। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে তিনি সংসার এবং মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন।
সমাজ মাধ্যমের পাতায় নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরেন অনিন্দিতা। তবে এবার অনিন্দিতা যে পোস্ট করেছেন তা দেখে রীতিমতো চিন্তিত ভক্তরা। গাড়িতে বসে মাথায় হাত দিয়ে একটি ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। অনিন্দিতাকে দেখেই মনে হচ্ছে তিনি মানসিকভাবে ভারাক্রান্ত।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
অভিনেত্রীর যে মন খারাপ তার প্রমাণ পাওয়া গিয়েছে ক্যাপশনে। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘কে আসল আর কে আসল হওয়ার ভান করে তার হিসেব করতে গিয়ে, লাভ, ক্ষত্ আয়, ব্যয়, দেনা,পাওনা সব হিসেব ভুলে গিয়েছি, যাচ্ছি!!! হ্যাঁ মাথায় হাত পড়ে গিয়েছে আমার!!! বাই।’
হঠাৎ এমন কী হল যার জন্য এমন পোস্ট করলেন অনিন্দিতা? কোনও ঘটনায় কী তিনি ভীষণভাবে আঘাত পেয়েছেন? কী হল? হাজারও প্রশ্ন উঁকিঝুঁকি মারছে নেট দুনিয়ার বাসিন্দাদের মনে। যদিও কোনও প্রশ্নেরই সঠিক উত্তর পাওয়া যায়নি এখনও।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেছিলেন অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। প্রসবের কিছুদিন আগে পর্যন্ত ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। শেষ দিনের শ্যুট হওয়ার আগে ধারাবাহিকের টিমের পক্ষ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল অভিনেত্রীকে।
একদিকে ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘কে আপন কে পর’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘দেশের মাটি’, ‘গুড্ডি’-র মতো হিট সিরিয়ালে কাজ করেছেন অনিন্দিতা, অন্যদিকে ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’, ‘মেয়েবেলা’, ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করেছেন সুদীপ।