সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় পর্দার মিশকা। গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তানের প্রতিদিনের খুঁটিনাটি তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। জীবনে যতই কষ্ট আসুক না কেন, সব সময় হাসিমুখে লড়াই করতেই ভালোবাসেন অহনা।
মায়ের অমতে বিয়ে করেছিলেন অভিনেত্রী, খুব স্বাভাবিকভাবেই তাই এখন মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। মেয়ে হওয়ার পরেও মায়ের সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি। তবে মাকে নিয়ে ধেয়ে আসা কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি অহনা।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
তবে এত নেতিবাচকতার মধ্যে নিজেকে ভালো রাখার জন্য অহনা পৌঁছে গেলেন সৎ গুরুর কাছে। কলকাতায় সৎ গুরুর সঙ্গে সাক্ষাতের একটি ছোট্ট মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘আমার জীবনের সেরা দিন।’
ভিডিইয়োয় অহনাকে একটি সাদা পোশাক পরে থাকতে দেখা যায়। সোনালী রঙের পোশাক পরিহিত সদগুরু পরম মমতায় অভিনেত্রীকে আলিঙ্গন করছেন, এমনই মুহূর্ত উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ইশা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
ছোটপর্দায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রই হোক অথবা ‘সন্তান’ ছবিতে ঋত্বিক চক্রবর্তী স্ত্রীর চরিত্রে, সর্বত্র নিজেকে বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী। তবে আপাতত তিনি মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত। সঙ্গে সব সময় রয়েছেন স্বামী এবং শ্বশুরমশাই।
মাতৃত্বের এই যাত্রা পুরোপুরি উপভোগ করতে চাইছেন অহনা আর তাই আপাতত কাজে ফেরার ইচ্ছে নেই তাঁর। তবে মেয়ে কিছুটা বড় হলেই আবার নিজের কাজেই ফিরে আসবেন তিনি, এমনটাও বারবার শুনতে পাওয়া গিয়েছে অহনার মুখে।