কাঞ্চনের থেকে আলাদা হওয়ার পর ‘মাসি ঠাম্মি’ সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেই ছেলে ওশকে নিয়ে উঠেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আপাতত সেখানেই থাকছেন তিনি। যদিও এই মুহূর্তে সাবিত্রী চট্টোপাধ্যায়ও কিছুটা অসুস্থ বলে জানা যাচ্ছে। বাড়িতেই রয়েছেন তিনি।
সাবিত্রীর সাজানো দেওয়ালের সামনে নাতনি পিঙ্কি
দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর অবশেষে আদালতে চূড়ান্ত হয় কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স। গত মাসেই ডিভোর্স পাকা হয়েছে দুজনের। প্রায় এক দশক দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছেন তাঁরা। আর তার ঠিক পরপরই তিন নম্বর বিয়েটা সেরে ফেলেন কাঞ্চন মল্লিক। আজ ৬মার্চ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন।
এদিকে কাঞ্চনের থেকে আলাদা হওয়ার পর ‘মাসি ঠাম্মি’ সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেই ছেলে ওশকে নিয়ে উঠেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আপাতত সেখানেই থাকছেন তিনি। যদিও এই মুহূর্তে সাবিত্রী চট্টোপাধ্যায়ও কিছুটা অসুস্থ বলে জানা যাচ্ছে। বাড়িতেই রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন টলিপাড়ার এক সম্পদক। সেই সুরজিৎ দত্ত নামে ওই ব্যক্তির ফেসবুকের পাতায় উঠে এসেছে সাবিত্রীর বাড়ির কিছু ছবি। সেখানে কাঞ্চনের প্রাক্তন স্ত্রীর সঙ্গেও বেশকিছু ছবি পোস্ট করেছেন সুরজিৎ বাবু।
সুরজিৎ দত্তের সেই পোস্টেই উঠে এসেছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ির একটা দেওয়ালের ছবি। যেখানে সাজানো রয়েছে বর্ষীয়ান, কিংবদন্তি অভিনেত্রীর অল্পবয়সের নানান সাদাকালো ছবি। যেগুলি প্রায় সবই সিনেমার কাটআউট। কোনওটিতে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাবিত্রীকে। ছবির উপরে লেখা, 'এই আমি সাবিত্রী' আবার কোনওটিতে তাঁর মুখে ধরা পড়েছে উচ্ছ্বসিত হাসি। আবার আরেকটিতে হাতে টিয়াপাখি নিয়ে খোলা চুল দেখা যাচ্ছে সাবিত্রীকে। SD Entertainment-এর ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে ছবিগুলি।