ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ভারতীয় দল চোয়াল চাপা লড়াই চালাচ্ছে। তবে একই সময়ে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম যুব টেস্টে একতরফা দাপট দেখাচ্ছে ভারতের ছোটরা। আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারতীয় যুব দল বেকেনহ্যামে যে রকম মারকাটারি ব্যাটিং উপহার দেয়, তাতে বলাই যায় যে ব্রিটিশদের প্রকৃত ব্যাজবল শৈলীর ক্রিকেট শেখাল ভারতের জুনিয়র টিম।
কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম যুব টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। যথারীতি বৈভব সূর্যবংশীকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। ওয়ান ডে সিরিজে আয়ুষ মোটেও চেনা ছন্দে ছিলেন না। তবে টেস্ট সিরিজের শুরুতেই দাপুটে শতরান করেন তিনি।
আরও পড়ুন:- টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করা ৫ ব্যাটার কারা?
দাপুটে শতরান আয়ুষ মাত্রের
বৈভব সূর্যবংশী প্রথম ইনিংসে বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হন। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৪ রান করে আউট হয়ে বসেন। আয়ুষ মাত্রে ১১৫ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অধিনায়কোচিত ইনিংসে আয়ুষ ১৪টি চার ও ২টি ছক্কা মারেন।
সেঞ্চুরি হাতছাড়া অভিজ্ঞান-রাহুলের
নিশ্চিত শতরান হাতছাড়া করেন অভিজ্ঞান কুন্ডু ও রাহুল কুমার। অভিজ্ঞান ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ৯০ রানের আগ্রাসী ইনিংস খেলে ক্রিজ ছাড়েন। ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে ৮৫ রানের মারকাটারি ইনিংস খেলে মাঠ ছাড়েন রাহুল।
বিহান মালহোত্রা ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৬৭ রান করে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করেন মৌল্যরাজসিংহ চাবদা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দল ৭৭ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪২০ রান সংগ্রহ করেছে। অর্থাৎ, ভারতের রান-রেট ৫.৪৫। এমন রান-রেট দেখে বোঝা মুশকিল টেস্ট খেলা হচ্ছে নাকি ওয়ান ডে।