ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করার পথে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়েন জসপ্রীত বুমরাহ। তিনি ভেঙে দেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের সর্বকালীন রেকর্ড। আক্রমকে টপকে সেনা (SENA) দেশগুলিতে অর্থাৎ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া এশিয়ান বোলারে পরিণত হন বুমরাহ।
এবার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে ওয়াসিম আক্রমের আরও একটি সর্বকালীন রেকর্ডে থাবা বসালেন বুমরাহ। যদিও এখনই আক্রমকে টপকানো হয়নি জসপ্রীতের। তবে তিনি পাক কিংবদন্তির রেকর্ড ছুঁয়ে তাঁর সঙ্গে একাসনে বসে পড়েন।
সেনা দেশগুলিতে টেস্টে সব থেকে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়া এশিয়ান বোলারে পরিণত হন জসপ্রীত। এই নিরিখে তিনি শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলিধরনকে পিছনে ফেলে দেন। বুমরাহ এই নিয়ে মোট ১১ বার সেনা দেশগুলিতে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করেন।
ওয়াসিম আক্রমও সেনা দেশগুলিতে ১১ বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট দখল করেন। মুরলিধরন সেনা দেশগুলিতে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন ১০ বার। অর্থাৎ, চলতি সিরিজে আর একবার ইনিংসে ৫ উইকেট নিলেই ওয়াসিম আক্রমের আরও একটি বিরাট রেকর্ড ভেঙে দেবেন বুমরাহ।
সেনা দেশগুলিতে সব থেকে বেশিবার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া তিন এশিয়ান বোলার
১. জসপ্রীত বুমরাহ (ভারত)- ১১ বার।
২. ওয়াসিম আক্রম (পাকিস্তান)- ১১ বার।
৩. মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা)- ১০ বার।
জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডে মোট ৪ বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট দখল করেন। তিনি অস্ট্রেলিয়াতেও এই কৃতিত্ব অর্জন করেছেন ৪ বার। দক্ষিণ আফ্রিকায় মোট ৩ বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জসপ্রীত। নিউজিল্যান্ডের মাটিতে এখনও একবারও টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া হয়নি বুমরাহর।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৭ ওভার বল করেন জসপ্রীত। তিনি ৫টি মেডেন-সহ ৭৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। বুমরাহ সাজঘরে ফেরান জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফ্রা আর্চারকে। রুট, ব্রুক, স্টোকস ও আর্চারকে বোল্ড করেন জসপ্রীত। ক্রিস ওকস বুমরাহর বলে পরিবর্ত কিপার ধ্রুব জুরেলের হাতে ধরা দেন।