২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে ভারতের টেস্ট সিরিজ জিতে আসার সময় ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন আজিঙ্কা রাহানে।কারণ সেই সময় বিরাট কোহলি মাঝপথেই দেশে ফিরেছিলেন। এরপর থেকে অবশ্য রাহানেকে তেমন সুযোগ দেওয়া হয়নি জাতীয় দলে সাদা জার্সিতে। একইসঙ্গে চেতেশ্বর পূজারা এবং রাহানেকে খরচায় খাতায় ফেলে দিয়েছেন নির্বাচকরা। যদিও জাতীয় দলের হয়ে টেস্টে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি মুম্বইয়ের অধিনায়ক রাহানে।
সম্প্রতি ভারত-ইংল্যান্ড সিরিজের লর্ডস টেস্ট দেখতে তৃতীয় দিন মাঠে উপস্থিত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানে। সেখানেই তাঁকে দেখে মাইকেল আথার্টন, নাসির হুসেনরা প্রশ্ন করেন, যে রাহানে এখনও ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা। ডানহাতি এই ব্যাটার দেশের হয়ে খেলেছেন ৮৫টি টেস্ট। তিনি জানান, যে নির্বাচক প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তিনি, তবে কোনও সাড়া মেলেনি। আপাতত তিনি তাই ঘরোয়া ক্রিকেটেই মনোনিবেশ করতে চাইছেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমি টেস্ট খেলার বিষয়ে এখনও খুবই আবেগপ্রবণ। আমি এই মূহূর্তে ক্রিকেটকে উপভোগ করছি। এখানে আমি কিছুদিনের জন্য এসেছি, আমার ট্রেনরদের নিয়ে এসেছি। ফিট থাকার জন্য সব সরঞ্জামও এনেছি। সামনেই আমাদের ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হচ্ছে, তাই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আমি সেই বিষয়গুলোতেই নজর দিতে চাই যেগুলো আমার হাতে আছে। সত্যি কথা বলতে কি, আমি নির্বাচকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সব তো আমার হাতে থাকে না। আমি কোনও সাড়া পাইনি। একজন প্লেয়ার হিসেবে ক্রিকেট খেলাটাই আমার কাজ, আর খেলার প্রতি মূহূর্ত আমি উপভোগ করতে চাই ’।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার টেস্টে খেলেন এই তারকা। ৩৭ বছর বয়সী রাহানে বলছেন, ‘আমি টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসি। লাল বলের ক্রিকেটটা আমার কাছে একটা আবেগের বিষয়। খেলার প্রতি ভালোবাসাই আমায় এখনও খেলতে বাধ্য করছে ’। ৮৫ টেস্টে রাহানের ঝুলিতে রয়েছে ৫০৭৭ রান। রয়েছে ১২টি শতরান এবং ২৬টি হাফ সেঞ্চুরি।