ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টোন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২২৫ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের মুখে অজিরা। তারা একসময় মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তবে তা সত্ত্বেও অস্ট্রেলিয়া নিতান্ত কোণঠাসা এমনটা বলা যাবে না। কেননা ছোটখাটো পুঁজি হাতে নিয়েও অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে যে লিড নেয়, সেই লিডই ম্যাচে টিকিয়ে রাখে প্যাট কামিন্সদের।
গোলাপি বলের ডে-নাইট টেস্টে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও চেপে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কেননা, অজিদের ২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৪৩ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৮২ রানে পিছিয়ে পড়ে ক্যারিবিয়ান দল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সব থেকে বেশি ৩৬ রান করেন জন ক্যাম্পবেল। শাই হোপ করেন ২৩ রান। ব্র্য়ান্ডন কিং ১৪, রোস্টন চেস ১৮ ও জাস্টিন গ্রেভস ১৮ রানের যোগদান রাখেন।
অজিদের হয়ে প্রথম ইনিংসে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন স্কট বোল্যান্ড। ২৪ রানে ২টি উইকেট নেন প্যাট কামিন্স। ৩২ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন জোশ হেজেলউড। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে। তারা ৬ উইকেটে ৬৯ রান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ১৮১ রানে।
ক্যামেরন গ্রিন দ্বিতীয় দিনে ৪২ রানে অপরাজিত থাকেন। ট্র্যাভিস হেড ১৬, উসমান খোয়াজা ১৪ ও বিউ ওয়েবস্টার ১৩ রান করে আউট হন। ৫ রান করে আউট হন স্টিভ স্মিথ। খাতা খুলতে পারেননি স্যাম কনস্টাস ও অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ৫ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। ২টি উইকেট নিয়েছেন শামার জোসেফ। ১টি উইকেট সংগ্রহ করেছেন জাস্টিন গ্রেভস।