আইপিএল ২০২৫-র মাঝপথেই ভারত-পাকিস্তান অশান্তির জন্য খেলা থমকে গেছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যখন ধর্মশালায় ম্যাচ হচ্ছিল দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের, সেই সময়ই সীমান্তবর্তি এলাকায় পাকিস্তানের তরফে হামলা করা হচ্ছিল, এর জেরেই ব্ল্যাক আউট করা হয় ধর্মশালাসহ সব এলাকা। ফলে পরবর্তী সময় স্টেডিয়ামের বাতিস্তম্ভ নিভিয়ে দেওয়া হয়, এবং ম্যাচ তখনকার মতো ভেস্তে যায়। আগেই ধর্মশালা ও সংলগ্ন চণ্ডিগড় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার পরেও ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল সুরক্ষিত জায়গায় ফিরে আসা নিয়ে। এরপরের দিন অর্থাৎ শুক্রবারই তাঁদেরকে বিশেষ ট্রেনে দিল্লি ফেরানো হয়। কিন্তু দুই দলেরই অস্ট্রেলিয়ানসহ বেশ কয়েকজন ক্রিকেটার অত্যন্ত চিন্তায় ছিল, গোটা বিষয়টা নিয়ে। ফলে তাঁরা আর আইপিএলের বাকি অংশের জন্য ভারতে আসতে রাজি নয়। এই আবহেই এবার আইপিএল শুরুর আগে দলগুলোকে কিছুটা স্বস্তি দিয়েছে বোর্ড।
স্বস্তি বলতে, অস্ট্রেলিয়ানসহ যে ক্রিকেটাররা আর ভারতে আসতে চাইবে না, তাঁদের পরিবর্তে নতুন ক্রিকেটার সই করাতে পারবে দলগুলো। যদিও তাঁদেরকে আগামী বছর আর রিটেন করা যাবে না। এমনিতে প্লে অফের কাছাকাছি চলে এলে প্লেয়ার নেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু পুনরায় আইপিএল শুরু হওয়ার পর আন্তর্জাতিক ক্রীড়াসূচির সঙ্গে টক্কর লেগে যাচ্ছে, তাই ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিদের স্বস্তি দিয়েছে বোর্ড। তবে সেই ক্রিকেটাররা ফের আগামী বছর আইপিএলের নিলামে উঠবে, যাদেরকে এখন নেওয়া হবে।
আগেই অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক জানিয়েছিলেন, তিনি আর আইপিএলের বাকি পর্বে খেলতে আসবেন না। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ধর্মশালায় গেছিলেন তিনি। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মিচেল স্টার্কও নাকি আর এই মূহূর্তে ভারতে আসতে চাননা। ইতিমধ্যেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে আইপিএল ২০২৫-র বাকি পর্বের জন্য।
পঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টইনিস এবং জোস ইংলিসও আর নাকি ভারতে এই মূহূর্তে আসতে চাননা বলে জানিয়ে দিয়েছে। জেভিয়ার বার্টলেট এবং অ্যারন হার্ডি আসবেন কিনা, সেই নিয়েও কোনও নিশ্চয়তা নেই। রবিবার পঞ্জাবের ম্যাচ রয়েছে রাজস্থানের সঙ্গে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে। তার আগের দিন অর্থাৎ ১৭ মে, শনিবার বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকআর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে IPL 2025-র পরবর্তী অংশ।