টেস্ট থেকে অবসর নেওয়ার পর, ফের ২২ গজে রোহিত শর্মা। বুধবার থেকে অনুশীলন শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এমআই-এর নেট সেশনে চেনা মেজাজে পাওয়া গিয়েছে হিটম্যানকে।
গত এক সপ্তাহে ভারতীয় ক্রিকেটের উপর দিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। এর পাশাপাশি ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে প্রথমে ধরমশালায় আইপিএলের পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দুম করে ব্ল্যাকআউট হয়ে যায় এবং তার পর ম্যাচটি বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আইপিএল-ই এক সপ্তাহের জন্য বন্ধ রাখতে হয়।
যাইহোক সব ঝড় শেষ, ফের ধীরে ধীরে ছন্দে ফিরছে ভারতীয় ক্রিকেট। ২০২৫ সালের আইপিএল পুনরায় শুরু হওয়ার আগে মুম্বই ইন্ডিয়ান্সও প্রস্তুতি শুরু করে দিল। দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সহ, দলের বাকি খেলোয়াড়দের প্রশিক্ষণ সেশনে কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছে।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব ১৭ মে থেকে শুরু হতে চলেছে। শনিবার চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। সেই অনুযায়ী ট্রেনিংও শুরু করে দিয়েছে দলগুলো। আর বুধবার থেকে মুম্বইয়ের টিমও অনুশীলনে নেমে পড়েছে। প্লেয়ারদের কঠোর পরিশ্রমের ভিডিয়ো নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। পোস্টের ক্যাপশন লেখা, ‘প্রশিক্ষণ শুরু’।
পাশাপাশি রোহিতের ব্যাটিংয়ের একটি ছবি শেয়ার করেছে এমআই। তাঁর ক্যাপশনে লিখেছে, ‘উই রো এগেইন’। লাল বলের ক্রিকেট থেকে অবসরের পর, রোহিতের এই প্রত্যাবর্তনকে বিশেষ করে তুলতে চেয়েছে মুম্বইয়ের দল। আবেগতাড়িত বার্তাও দিয়েছে তারা।
এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা এখনও পর্যন্ত উত্থান-পতনে পূর্ণ। দলকে টুর্নামেন্টের শুরুর দিকে কিছু ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। তবে ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়ায়। রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রা দলের দায়িত্ব গ্রহণ করেন। এখন ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চারে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি তারা এখনও প্লে-অফের দৌড়ে বেশ ভালো ভাবেই টিকে রয়েছে। তবে চারে থাকা নিশ্চিত করতে, মুম্বই এখন প্রতিটি ম্যাচকে ফাইনালের মতো খেলার প্রস্তুতি নিচ্ছে।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে যে, খেলোয়াড়রা মানসিক এবং শারীরিক ভাবে নিজেদের প্রস্তুত করছেন, যাতে তাঁরা যে কোনও পরিস্থিতিতে মাঠে তাঁদের শক্তি দেখাতে পারে। বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ, আর ব্যাটিং বিভাগ আবারও রোহিত-সূর্য জুটি পরিচালনা করবেন।