বর্তমান ভারতীয় দলে এই মূহূর্তে সব থেকে চিন্তার কারণই বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম। বিক্ষিপ্তভাবে একটা আধটা ম্যাচে রান পেলেও বাকি ম্যাচে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না দলের দুই সেরা তারকাকে। আর সেটাই ভোগাচ্ছে দলকে। রুট যেখানে একের পর এক ম্যাচে শতরান করে যাচ্ছেন, সেখানেই এই ভারতীয় দলে এখন নির্ভরতা দিচ্ছেন সরফরাজ, জয়শওয়ালের মতো জুনিয়ররা, যা মোটেই খুব একটা ভালো ইঙ্গিত নয়।
আগে ভারতীয় দলকে বলা হত, স্পিন খেলার জন্য খুবই আদর্শ দল। সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়, সেহওয়াগরা বেশ ভালোই সামাল দিতেন ঘরের মাঠে স্পিন। কিন্তু কোহলিদের বিরুদ্ধে এই টেস্টের প্রথম ইনিংসে স্যান্টনারের ৭ উইকেটই বুঝিয়ে দিয়েছে, ভারত আর আগের মতো ভালো স্পিন খেলিয়ে দেশ নয়। কয়েক বছর আগে আজাজ প্যাটেলও ভারতে এসে এক ইনিংসে দশ উইকেট নিয়ে গেছিলেন।
এই নিয়েই প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল বলছেন, ‘মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে গোটা বিশ্বের মধ্যে ভারতীয় ব্যাটাররাই সব থেকে ভালো স্পিন খেলতে পারে। একদমই সেটা নয়। বাকিরা যেমন স্পিন খেলে, ভারতও তেমনই স্পিন খেলে। সচিন, সৌরভ, লক্ষ্মণদের যুগের সঙ্গে এই ক্রিকেটারদের পার্থক্য আছে। ভালো স্পিনার থাকলেও তাঁরা ভারতের মাটিতে এসে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারবেন ’।