সার্ক ফিরিয়ে আনার কথা বহুদি ধরেই বলে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। এরই মাঝে আজ আবার তিনি দাবি করেন, সার্কের দেশগুলির মধ্যে যেন ভিসা ছাড়াই নাগরিকদের যাতায়ত করতে দেওয়া হয়। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিককালে ভারতে খুবই কড়াকড়ি শুরু হয়েছে। এই আবহে পাচারকারী থেকে অবৈধ অভিবাসীদের ধরছে ভারতের পুলিশ বা বিএসএফ। এরই মাঝে ইউনুস চান, যাতে সার্কের দেশগুলির লোকজন যেন বিনা ভিসাতেই একে অপরের দেশে যেতে পারে। শুধু তাই নয়, সেখানে বসবাস করে যেন ব্যবসাও করতে পারে।
আজ একটি অনুষ্ঠানে ইউনুস আজ বলেন, 'আমি চাই সার্ক পুনরুজ্জিবীত হোক। ইউরোপীয়ান ইউনিয়নের ধাঁচে গঠন করা হয়েছিল এই সার্ক-কে। তবে আমাদের এক প্রতিবেশীর এই গঠনতন্ত্র ভালো লাগেনি। তাই সার্ক মৃত সংগঠনে পরিণত হয়ে গিয়েছে। তবে আমার প্রশ্ন কেন এটা মৃত সংগঠন? আমরা তো পারস্পরিক সাহায্যের ভিত্তিতে কাজ করতে চাই। আমরা একে অপরকে সাহায্য করতে চাই।'
এরপর ইউনুস আরও বলেন, 'ভাবুন, যদি আমাদের সার্কের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মতো হত। আমরা পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারতাম। এক দেশের মানুষ অন্য দেশে বসবাস করতে পারত। সেখানে ব্যবসা করতে পারত। এটা কী দুর্দান্ত আইডিয়া ছিল। একেক দেশের লোক অন্য দেশের লোকের সঙ্গে মিশতে পারত। আমরা এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলিকে উৎসাহিত করার চেষ্টা করছি যাতে আমরা সেই আগের মতো সার্ক সংগঠনকে সক্রিয় করে তুলতে পারি।'
এদিকে বাংলাদেশি প্রধান উপদেষ্টা আরও বলেন, 'এদিকে আসিয়ান সক্রিয়। আমি চাই বাংলাদেশ আসিয়ানের সদস্য হোক। পরে সার্ক সক্রিয় হলেও বাংলাদেশ বেশ ভালো সংযোগ হবে সার্ক এবং আসিয়ানের। আসিয়ানের চেয়ার এখন মলেয়শিয়া। মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। তিনি বাংলাদেশকে আসিয়ানে স্বাগত জানাতে চান। তবে তার জন্য সব আসিয়ান সদস্যকে হ্যাঁ বলতে হবে। সবার হ্যাঁ পাওয়াও তো আবার সহজ না।'