প্রথম টেস্টে বেঙ্গালুরুতে লজ্জাজনকভাবেই হারের সম্মুখিন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও ভারতীয় দল এতটাই শক্তিশালী যে এই টেস্টে হারলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপের ফাইালে দৌড়ে থাকার বিষয় হাল ছাড়ছে না কেউই। সকলের মনেই একটা বিশ্বাস রয়েছে, সিরিজ ২-১ ফলেই জিতবে ভারত, যদি না বৃষ্টি বাধা তৈরি করে। মানে ইংল্যান্ড সিরিজেরই রিক্যাপ বলা যায় আর কি।
আরও পড়ুন-২ বছর নয়! ICC চেয়ারম্যান হিসেবে টানা ৩ বছর থাকতে পারেন জয় শাহ! আসতে পারে নয়া নিয়ম…
ভারত অধিনায়কের কাছে মজার আর্জি-
ভারতীয় দল বর্তমানে ব্যস্ত রয়েছে পুণেতে দ্বিতীয় টেস্টের আগে জোরকদমে অনুশীলনে। এই টেস্টে স্লো টার্নার উইকেট তৈরি করতে পারেন কিউয়িরেটররা। নিউজিল্যান্ডের কাছে সিরিজে ০-১ ফলে পিছিয়ে রয়েছে ভারত। দল প্রথম টেস্টে হারলেও রোহিতদের ফ্যানবেসে আঘাত পড়েনি ছিটে ফোটাও।এরই মধ্যে রোহিতের কাছে মজাদার আবদার করলেন এক ভক্ত।
রোহিতের সই পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা ভক্তের-
প্রথম টেস্টে হারলেও পুণেতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে প্রতিদিনই মাঠ ভরাচ্ছেন ভক্তরা। এই যেমন একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গেল, রোহিত শর্মার অটোগ্রাম নিতে অনেক দূর থেকে এক মহিলা এসেছিলেন। স্রেফ অটোগ্রাফ নিতে আসাই নয়, স্টেডিয়ামের বাইরে একবার বেরিয়ে গেলে যদি ঢুকতে না পারেন, সেই কারণে দীর্ঘক্ষণ না খেয়েই রোহিতদের অপেক্ষা করলেন তিনি।
একঝলকে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো-
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রোহিত শর্মা যখন নিজের অনুশীলন সেড়ে সাজঘরের দিকে যাচ্ছেন, তখন তাঁর কাছে অটোগ্রাফ দেওয়ার জন্য কাতর আর্জি করছেন এক ফ্যান। সেই সঙ্গে হিটম্যানকে তিনি বললেন, অনেক দূর থেকে এসেছেন তাঁদের অনুশীলন দেখতে। সকাল থেকে অপেক্ষা করায়, বেশ খিদেও পেয়ে গেছে তাঁর। রোহিতের সই করার সঙ্গে সঙ্গেই তাঁর কাছে মজাদার এক আবদারও করলেন সেই ভক্ত। বললেন, হিটম্যান যেন একবার বিরাট কোহলিকেও জানিয়ে দেয় যে দূর থেকে এক ভক্ত তাঁদের অনুশীলন দেখতে এসেছিল।
রোহিত বললেন, বিরাটকে জানিয়ে দেব-
সেই তরুণ ক্রিকেট ভক্তের এমন মজার আবদার শুনে রোহিতও চুপ করে থাকতে পারলেন না। তিনিও জানিয়ে দিলেন, নিশ্চয় বিরাটকে তাঁর কথা বলবেন। আসলে বেঙ্গালুরুতে ভারতীয় দল হারলেও রোহিত শর্মা, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্তরা যে ব্যাটিংটা করেছেন, তা বেশ উপভোগই করেছেন ভক্তরা। পুণেতে ফলাফলে বদল চাইলেও প্রিয় তারকাদের খেলায় কোনও বদল চাননা তাঁরা। বরং রোহিত-বিরাটদের অর্ধশতরান কনভার্ট হোক শতরানে, সেটাই চাইবেন।