শুভমন গিলের অধিনায়কত্বের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে নিজে শতরান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। তাঁর ক্যাপ্টেন্সি স্টাইল নিয়েও প্রশ্ন উঠেছে। বিরাটের মধ্যে যে আগ্রাসী ব্যাপার ছিল, রোহিতের মধ্যেও যা পরবর্তীতে দেখা গেছিল। সেটাই কোথাও যেন মিসিং রয়েছে শুভমন গিলের মধ্যে। যদিও বিরাট কোহলির জমানার অন্যতম সফল কোচ রবি শাস্ত্রী কিন্তু গিলের ওপরে ভরসা রাখতেই আহ্বান জানাচ্ছেন।
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকাদের অনুপস্থিতিতে অনেকটাই কম অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন গিল। তাঁকে উপদেশ দেওয়ার ২-১জন সিনিয়র ক্রিকেটার রয়েছে মাঠে। রবি শাস্ত্রী মনে করেন, গিল যদি একটু সময় পান তাহলেও তিনিও নিজের পরিণতবোধের পরিচয় দিতে পারবেন।
রবি শাস্ত্রী বলছেন, ‘আমি হতাশই হব যদি গিল সাফল্য না পায়। ওর মধ্যে অসম্ভব দক্ষতা রয়েছে ব্যাটিং করার ক্ষেত্রে, অসাধারণ টেকনিক, সঙ্গে সুন্দর ক্লাস। ও যদি সব ধরণের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, তাহলে পিছনে ফিরে তাকাতে হবে না। ও অনেক পরিণত হয়েছে এখন। যেভাবে ও মিডিয়াকে সামলায়, সাংবাদিক সম্মেলনে কথা বলে, টসের সময় যা যা বলে, তাতে ওকে দেখে মনে হচ্ছে আগের থেকে অনেকটাই ম্যাচিওর হয়েছে ’।
এরপর শাস্ত্রী বিসিসিআইয়ের কাছে আর্জি জানান, যাতে এখনই খারাপ পারফরমেন্স হলে গিলের ওপর কোপ দেওয়া না হয়। তিনি বলেন, ‘ওকে তিন বছর এই পদে থাকতে দাও। ওকে ছেঁটে ফেল না, বা ওকে বদল করে দিও না এই সিরিজের ফলাফলের ওপর ভিত্তি করে। ওর সঙ্গে তিন বছর থাকো, আমার মনে হয় ও ঠিক সাফল্য দেবে’।
লিডস টেস্টের পঞ্চম দিনে অধিকাংশ সময়ই দেখা গেছিল লোকেশ রাহুলের থেকে সাহায্য নিচ্ছিলেন গিল ফিল্ড সেট করার বিষয়ে। তাই তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন না উঠলেও ক্যাপ্টেন্সি স্কিল নিয়ে প্রশ্ন উঠছেই।