আসন্ন ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। এশিয়ার বাইরে গিলের ব্যাটিং পারফরমেন্স তেমন ভালো নয়, তবুও তাঁকেই নির্বাচক এবং কোচ বেছে নিয়েছেন জাদেজা, শার্দুলদের নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কত্ব পেয়েছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে সাফল্য পাওয়া ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত। যদি তিনি আরেকটু দায়িত্বশীল ক্রিকেট খেলতেন, তাহলে নিঃসন্দেহে তিনিও অধিনায়কত্ব পেতেই পারতেন। গিলকে ক্যাপ্টেন্সি হয়ত দেওয়া হত না। ফলে ইংল্যান্ডের মাটিতে গিয়ে রোহিতের জুতোয় পা গলিয়ে, বিরাটদের শূন্যতা ঢেকে দেওয়ার কাজটা গিলের পক্ষে খুব সহজ যে হবে না তা বলাই বাহুল্য।
ভারতের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ একদমই খুশি নন শুভমন গিল টেস্ট অধিনায়ক হওয়ায়। তাঁদের মতে, এই পদটি আরেকটু অভিজ্ঞ কাউকেই দেওয়া উচিত ছিল। বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, জসপ্রীত বুমরাহর টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার কথা থাকলেও তাঁর ওয়ার্কলোডের বিষয়টি সামাল দেওয়ার জন্যই তাঁকে এই পদে আনা হয়নি। কারণ সব টেস্ট ম্যাচেই তাঁর পক্ষে খেলা সম্ভব নয়।
এই নিয়েই ক্রিকবাজকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি বলছেন, ‘আমার মনে হয় গিল অধিনায়ক পদের জন্য দ্বিতীয় পছন্দ ছিল নির্বাচকদের। যেহেতু বুমরাহর খেলা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, তাই গিলই দ্বিতীয় পছন্দ ছিল। কারণ এমন কাউকে তো ক্যাপ্টেন্সি দেওয়া যা না, যে প্রথম একাদশেই খেলার সুযোগ পায় না। তাই আমার মনে হয় গিল দ্বিতীয় পছন্দের অধিনায়ক ছিল নির্বাচকদের ’।
এরপরই ভারতীয় কিংবদন্তি ব্য়াটার বীরেন্দ্র সেহওয়াগ সহমত হন মনোজের সঙ্গে বুমরাহের বিষয়ে। তবে তাঁর পছন্দ বলতে গিয়ে বীরু বলেন, ‘আমার মনে হয় একটা সিরিজের জন্য বুমরাহ ঠিক আছে। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে বছরে ১০টা টেস্ট হলে ওকে খেলাো যাবে কি? কিংবা কটা ম্যাচ ও খেলবে? ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এই বিষয়টা জরুরি, কারণ বুমরাহর ওপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। মনোজ বলছিল যে গিল দ্বিতীয় পছন্দ ছিল অধিনায়ক হিসেবে, কিন্তু আমার মনে হয় দ্বিতীয় পছন্দ হওয়া উচিত ছিল ঋষভ পন্তের, আর তৃতীয় পছন্দ গিল। পন্ত টেস্ট ক্রিকেটের জন্য যা করেছে, আর কেউ করেনি। বিরাট কোহলির পর যদি কোনও ক্রিকেটার টেস্ট ক্রিকেট মানুষকে দেখতে বাধ্য করে থাকে, তাহলে সেটা ঋষভই। কিন্তু ওর ওই চোট, দুর্ঘটনার জন্য টেস্টে ও ছাপ ফেলতে পারল না। ওকে সহ অধিনায়ক করা হয়েছে, যাতে ভবিষ্যৎে ও ফর্মে ফিরলে ওকে ক্যাপ্টেনও করা যেতে পারে। ’।