পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিমান হামলায় মাত্র ২২ মিনিটের মধ্যে নয়টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে। গান্ধীনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে বললেন, 'যারা প্রমাণের দাবি তোলে, তাদের চুপ করাতে পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল।' আজ জনসভায় মোদী বলেন, 'বুলেটের জবাব গুলি দিয়ে দিতে হবে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে, কাঁটা উপড়ে ফেলতে হবে।' (আরও পড়ুন: ট্যাংরার ছায়া হরিয়ানায়? বিষ খেয়ে মৃত একই পরিবারের ৭ জন! দেহ উদ্ধার গাড়ি থেকে)
আরও পড়ুন: 'প্রয়োজনে সেনা হস্তক্ষেপ করবে', এবার ভারতকে চোখরাঙানি পড়শি বাংলাদেশের!
আরও পড়ুন: ‘যদি তারা আবার আঘাত হানে…’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি শশী থারুরের
মোদী বলেন, '৬ মে-র পর পাকিস্তানের প্রক্সি যুদ্ধ আর প্রক্সি নয়। আমরা পাকিস্তানি সন্ত্রাসী শিবির ধ্বংস করেছি, আমাদের কাছে ক্যামেরার ফুটেজ আছে, যা সবাই দেখেছে। ভারতীয় হামলায় নিহত সন্ত্রাসীদের রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে পাকিস্তান। এটাই প্রমাণ করে যে এটা ভারতের সাথে যুদ্ধ।' এরপর প্রধানমন্ত্রী বলেন, 'আমি জেনে অবাক হয়েছিলাম, ১৯৬০ সালের সিন্ধু নদের জল চুক্তির অধীনে জম্মু ও কাশ্মীরের বাঁধগুলির পলি অপসারণ করা যেত না। যার জেরে বাঁধগুলির ধারণক্ষমতা হ্রাস পেয়েছে। ভারতীয়দের কি জলের ওপর অধিকার নেই? চুক্তিটি আনুগত্যের ভিত্তিতে, এবং আমরা কেবল বাঁধগুলি পরিষ্কার করছি, কিন্তু পাকিস্তান কাঁপছে।' (আরও পড়ুন: 'বডি গার্ডদের' বিশ্বাসঘাতকতার জেরেই প্রাণ যায় বাসবরাজুর, দাবি মাওবাদীদের)
আরও পড়ুন: পাকিস্তানকে 'জোকারদের জামাত' বলে কটাক্ষ, মুনিরদের ধুয়ে দিলেন ওয়াইসি
আরও পড়ুন: লালমনিরহাটে কি সত্যি চিনা বিমান ঘাঁটি তৈরি হচ্ছে? কী বলছে বাংলাদেশ সেনা?
আরও পড়ুন: 'দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়...', করিডোর বিতর্ক নিয়ে সাফ কথা বাংলাদেশ সেনা সদরের
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'সিঁদুরের গর্জন সকলেই শুনেছে। আমরা (সন্ত্রাসবাদের) কাঁটা দূর করব। ১৯৪৭ সালে ভারত ভাগ হয়। ঔপনিবেশিক শৃঙ্খল ছিন্ন করার সময় এসেছিল, কিন্তু ভারতের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল। ভারতবর্ষ ৩ ভাগে বিভক্ত হয়েছিল। ১৯৪৭ সালে, পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করে প্রথম সন্ত্রাসী হামলা চালায়। মুজাহিদীনরা ভারত আক্রমণ করে। তাই এখন বুলেটের জবাব গুলি দিয়ে দিতে হবে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে, কাঁটা উপড়ে ফেলতে হবে।' (আরও পড়ুন: ট্যাংরার ছায়া হরিয়ানায়? বিষ খেয়ে মৃত একই পরিবারের ৭ জন! দেহ উদ্ধার গাড়ি থেকে)
আরও পড়ুন: বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল হিন্দু গ্রাম, সংখ্যালঘু অধিকার নিয়ে ইউনুস বললেন…
মোদী বলেন, 'এটা সাহসীদের দেশ। পাকিস্তান যদি যুদ্ধে নামে তাহলে সেই অনুযায়ী জবাব পাবে। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরাও উন্নতি করতে চাই যাতে আমরা বিশ্বের কল্যাণে অবদান রাখতে পারি। ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি।'