উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক আরপিআইয়ের প্রধান এই কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে এবার অভিযোগ জানালেন। পশ্চিমবঙ্গের এক তরুণীকে উত্তরপ্রদেশের থানায় হেনস্থার করার অভিযোগ ওঠে। সেই খবর জানতে পেরে তিনি উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে আদিত্যনাথের কাছে চিঠি দেন।
আরও পড়ুন: স্বামীকে খুন করা গ্যাংস্টারকে মেরে দিয়েছে, যোগীর প্রশংসা করায় বিধায়ককে তাড়াল SP
অভিযোগকারিণী তরুণীর নাম পুনিতা যাদব, তিনি সোনারপুরের নরেন্দ্রপুর থানার এলাকার বাসিন্দা। তাঁর বন্ধু রঞ্জেশ যাদব আজমগড় থেকে দিল্লি যাওয়ার পথে এক যুবকের সঙ্গে বচসায় জড়ান। অভিযোগ, সেই যুবকের পরিচিত এক পুলিশকর্মী বাস থেকে রঞ্জেশকে নামিয়ে মারধর করেন। এমনকি, তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মারধরের ফলে রঞ্জেশের নাকের হাড় ভেঙে যায়। বন্ধুকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে বিপর্যয় আরও বাড়ে। পুনিতার দাবি, আম্বেদকর নগরের কাটকা থানায় তাঁকে হেনস্থা করা হয় এবং তাঁদের ওবিসি সম্প্রদায়ভুক্ত পরিচয় তুলে অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও এফআইআর নেওয়া হয়নি। পরে এসপি ও সহকারী এসপি-র সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু সেখান থেকেও কোনও সাড়া মেলেনি।
ঘটনার খবর স্থানীয় প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক শান্তি দাসের মাধ্যমে পৌঁছয় অঠাওয়ালের কাছে। এরপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চিঠি লেখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। চিঠিতে তিনি বলেন, পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে অন্যায় হয়েছে। সেই অভিযোগ জানাতে গিয়ে পুনিতাও পুলিশের হেনস্থার শিকার হয়েছেন। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অঠাওয়ালে তাঁর চিঠির সঙ্গে পুনিতার লিখিত অভিযোগও পাঠিয়েছেন। তিনি স্পষ্ট জানান, পুলিশের এই ধরনের আচরণ শুধু আইনবিরোধী নয়, পিছিয়ে-পড়া সম্প্রদায়ের মানুষের প্রতি বৈষম্যেরও বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে দলিত ও ওবিসি সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশের আচরণ নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। কিন্তু এবারে ঘটনাটি আলাদা মাত্রা নিয়েছে। কারণ পশ্চিমবঙ্গের এক তরুণী সরাসরি হেনস্থার শিকার হয়েছেন এবং কেন্দ্রীয় জোট শরিকের মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। এখন যোগী সরকার এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে পুনিতার পরিবার থেকে শুরু করে রাজনৈতিক মহল।