পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে বর্তমানে গায়ানায় আছেন শশী থারুর। সেখানেই তিনি বলেন, ভারত যে কোনও উস্কানির কড়া জবাব দেবে। গায়ানায় একটি কূটনৈতিক ফোরামে থারুর স্পষ্ট করে দেন যে ভারত দৃঢ়ভাবে শান্তিতে বিশ্বাস করে। পাকিস্তানে সন্ত্রাসী শিবিরগুলিতে সাম্প্রতিক হামলা কোনও ভাবেই উস্কানিমূলক ছিল না বলেও জানান তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ভারত যুদ্ধ চায় না। (আরও পড়ুন: 'প্রয়োজনে সেনা হস্তক্ষেপ করবে', এবার ভারতকে চোখরাঙানি পড়শি বাংলাদেশের!)
আরও পড়ুন: কলকাতায় হবে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের অনেক জেলায় অতিভারী বর্ষণের কমলা সতর্কতা
থারুর বলেন, অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। পহেলগাঁওয়ে মারাত্মক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া ছিল এবং বৃহত্তর সামরিক অভিযানের সূচনা নয়। থারুর বলেন, 'আমরা কোনও ভাবেই চাইনি যে এই সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হোক। এই অপারেশনের সময় প্রতিটি হামলাই ছিল প্রতিশোধমূলক। ভারতের প্রতিটি পদক্ষেপ কেবলমাত্র পাকিস্তানের জবাবে ছিল।' শশী থারুর আরও বলেন, 'ভারত সবসময়ই যুদ্ধ এড়িয়ে যাওয়ায় বিশ্বাস করে। আমরা ঠিক এই বার্তাই সবাইকে দিয়েছি, আমরা যুদ্ধে আগ্রহী নই।' (আরও পড়ুন: পাকিস্তানকে 'জোকারদের জামাত' বলে কটাক্ষ, মুনিরদে ধুয়ে দিলেন ওয়াইসি)
আরও পড়ুন: লালমনিরহাটে কি সত্যি চিনা বিমান ঘাঁটি তৈরি হচ্ছে? কী বলছে বাংলাদেশ সেনা?
শশী থারুর বলেন, 'ভারতের প্রতিটি সামরিক পদক্ষেপ প্রতিরোধমূলক ছিল। আগ্রাসী মনোভাব নিয়ে ভারত কোনও পদক্ষেপ করেনি। পাকিস্তান যদি থেমে যেত, তাহলে ভারতের প্রতিশোধ নেওয়ার কোনও কারণ থাকত না। শেষ পর্যন্ত সেটাই ঘটেছিল। ভারতীয় সময় ১০ মে সকালে তারা আমাদের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের সঙ্গে যোগাযোগ করেছিল।' এরপর থারুর আরও বলেন, 'আমরা আজ শান্তিতে আছি এবং আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু আমরা ভয় পেয়ে শান্তিতে থাকতে চাই না। ফের উস্কানি দেওয়া হলে ভারত কড়া জবাব দিতে দ্বিধা করবে না। তারা যদি আবার আমাদের আঘাত করে, তাহলে আমরাও জবাব দেব। তাদের অবস্থা আরও খারাপ হবে।' (আরও পড়ুন: 'দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়...', করিডোর বিতর্ক নিয়ে সাফ কথা বাংলাদেশ সেনা সদরের)
আরও পড়ুন: ট্যাংরার ছায়া হরিয়ানায়? বিষ খেয়ে মৃত একই পরিবারের ৭ জন! দেহ উদ্ধার গাড়ি থেকে
থারুরের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার থেকে পানামা সফরে শুরু করতে চলেছে। এর আগে থারুরের দল আমেরিকায় গিয়েছিল। সেখানে নিউইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিল ভারতীয় সাংসদদের দল। মার্কিন মুলুকেও পাকিস্তানের আসল রূপ তুলে ধরেছিলেন শশী থারুর।