
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জসপ্রীত বুমরাহ নয়, বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ইংল্যান্ড সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে টেস্ট ফরম্যাটে বেছে নিয়েছেন শুভমন গিলকে। অভিজ্ঞতা এবং পারফরমেন্স দুই যদি বিচার করা হয়, তাহলে নিশ্চয় বুমরাহই এই পদের জন্য এগিয়ে ছিলেন, কিন্তু তাঁর যেহেতু চোট রয়েছে তাই ভারতীয় বোর্ডের নির্বাচকরা কোনও ঝুঁকি না নিয়েই গিলকে এই পদে বসিয়েছেন। এমনিতে দেখে মনে হতেই পারে গিলকে অধিনায়ক করায় বুমরাহকে ব্রাত্য করা হল, যদিও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং কিন্তু বিষয়টাকে সমর্থনই জানাচ্ছেন।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার জন্যই বিসিসিআইকে নতুন অধিনায়ক বেছে নিতে হয়। সেখানেই গিল অধিনায়ক এবং সহ অধিনায়ক হিসেবে পন্তের নামে শিলমোহর পড়ে। আর এই সিদ্ধান্তকেই পূর্ণ সমর্থন করছেন রিকি পন্টিং। তাঁর মতে এমন কাউকে অধিনায়ক করা উচিতই নয়, যে বারবার সিরিজ থেকে ছিটকে যাবে চোটের জন্য। এছাড়াও গিলের হয়ে পন্টিং সওয়াল করছেন, যাতে তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবেই ধরা হয়।
রিকি পন্টিং বলছেন, ‘আমার মনে হয় সিদ্ধান্ত একদমই সঠিক। আমি জানি অনেক বিশেষজ্ঞরাই বুঝতে পারছে না কেন শুভমন গিলকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে, জসপ্রীত বুমরাহকে হয়নি। কিন্তু বিষয়টা একদমই সহজ। শেষ কয়েক বছর ধরেই বুমরাহ বারবার চোট পাচ্ছেন, যার ফলে তিনি স্বচ্ছভাবে খেলতে পারছেন না। আর অধিনায়ক বারবার চোট পেয়ে খেলবে না, সেটাও ঠিক নয়। তাই এটা একদমই ঠিক সিদ্ধান্ত। এবার বিসিসিআই যখন এই সিদ্ধান্ত একবার নিয়েছেই, তখন আমি চাইব শুভমন গিলকেই তাঁরা বেশ খানিকটা সময় দিক এই পদে। কারণ ও এবারে গুজরাট টাইটান্স দলকে বেশ ভালোই নেতৃত্ব দিয়েছে। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। আর সব থেকে বড় কথা, ব্যাটার হিসেবে রান করার পাশাপাশি ক্যাপ্টেন্সি করতে পারলে সেটা অনেক বড় ব্যাপার, আর সেটা আইপিএলে গিল করে দেখিয়েছে। তাই আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি, আশা করব টেস্টে আরও অনেক রান করবে গিল ’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports