ভারতীয় সমর্থকরা বেজায় বিরক্ত ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার পারফরমেন্সে। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একবার অনেকটাই রান খরচা করে ফেলেছেন প্রসিধ। আর্শদীপ সিংকে দ্বিতীয় টেস্টে না খেলিয়ে কৃষ্ণাকে খেলানো হয়েছিল। কিন্তু টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত যে একদমই ঠিক ছিল না, সেটাই যেন প্রমাণিত হয়েছে প্রথম ইনিংসে কৃষ্ণার প্রচুর ইকোনমিতে। ১৩ ওভারে ৭২ রান দিয়েছেন কৃষ্ণা, অর্থাৎ প্রায় ৬-এর কাছাকাছি ইকোনমি রেট।
কৃষ্ণার এক ওভারে জেমি স্মিথ ২৩ রান তুলে ফেলেছিলেন। এরপরই কার্যত আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে তার। এমন পারফরমেন্সের জেরে ভারতীয় ভক্তরা তার ওপর যেমন বিরক্ত, টিম ম্যানেজমেন্টও যথেষ্ট চিন্তায়। তাঁকে বেশি খেলাতে গিয়ে যদি দল হারতে থাকে, তাহলে তো ঘুরিয়ে ম্যানেজমেন্টের দিকেই প্রশ্ন উড়ে আসবে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২৮ রান দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিনি ৬.১০ ইকোনমিতে বোলিং করেন। ফলে এক খারাপ রেকর্ডেরই মুখে পড়েছেন প্রসিধ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কমপক্ষে ৫০০ বল করা বোলারদের মধ্যে সব থেকে খারাপ ইকোনমি এখন প্রসিধের ঝুলিতে। তার এই পারফরমেন্স দেখার পর নেটিজেনরা ব্যাপক ট্রোলিং করছেন আইপিএলের এবারের সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারকে।
কেউ বলছেন, প্রসিধের যা পারফরমেন্স তার থেকে ইংলিশ কন্ডিশনে বুড়়ো ভূবনেশ্বর কুমারও ভালো বোলিং করতে পারত। আবার কোনও নেটিজেন লিখছেন, দেশের স্বার্থে তাঁরাই বিজনেস ক্লাস বিমানে করে প্রসিধকে ভারতে ফিরিয়ে আনতে চান। আবার কারোর পরামর্শ, প্রসিধের রান দেওয়ার প্রবণতা দেখে তাঁকে ব্যাটার হিসেবে দেখানো হোক স্কোয়াড লিস্টে, কারণ বোলিং তো তিনি পারেননা। কেউ বলছেন, প্রসিধ হচ্ছেন ভারতীয় দলের হরিস রাউফ।
প্রসঙ্গত এই টেস্টে প্রথম ইনিংসে সিরাজ নিয়েছিলেন ৬ উইকেট এবং আকাশদীপ নিয়েছিলেন ৪ উইকেট। অর্থাৎ এখনও পর্যন্ত উইকেটহীন রয়েছেন প্রসিধ। এই টেস্টে ভারতকে জিততে গেলে পরের ইনিংসে ভারতের সব বোলারদেরই জ্বলে উঠতে হবে, নাহলে কোনওভাবেই আর এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে না টিম ইন্ডিয়া।