ফাইনাল ম্যাচের মাঝে নার্ভাস হয়ে পড়েছিলেন কেএল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চ্যাম্পিয়ন হয়ে মনের কথা সকলের সামনে তুলে ধরলেন কেএল রাহুল। আসলে ফাইনাল ম্যাচের মাঝে যখন চারপাশে উইকেট পড়ছিল, তখন তিনিও একটু ভয় পেয়ে গিয়েছিলেন। প্রথমে আউট হলেন অক্ষর প্যাটেল, তারপর হার্দিক পাণ্ডিয়া।
তবে সৌভাগ্যবশত, ভারতের জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেএল রাহুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং দলকে তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করেন। যদিও জয়সূচক রানটি করেছিলেন রবীন্দ্র জাদেজা, কিন্তু রাহুলের অপরাজিত ৩৪ রান (৩৩ বলে) করেন। ভারতের এই জয়ের জন্য তাঁর রান সমান গুরুত্বপূর্ণ ছিল।
চ্যাম্পিয়ন হয়ে বিরলভাবে আবেগ প্রকাশ করেন কেএল রাহুল। ভারতের অভিজ্ঞ ক্রিকেটাক স্বীকার করেন যে তিনিও প্রচণ্ড চাপ অনুভব করছিলেন। তিনি ব্যাট করতে নামেন যখন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের দুর্দান্ত পার্টনারশিপ ভেঙে যায়। তখনও জয়ের জন্য ভারতের ৬৯ রান প্রয়োজন ছিল, আর নিউজিল্যান্ডের স্পিনাররা প্রবল চাপ সৃষ্টি করছিল। সেই মুহূর্তে ভারতের সবচেয়ে প্রয়োজন ছিল একজন স্থির ও নির্ভরযোগ্য ব্যাটারের, এবং রাহুল ঠিক সেই ভূমিকাই পালন করেন। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তার অনেকবার হয়েছে, এবং এবারও তিনি ভারতকে হতাশ করেননি।
আরও পড়ুন… CT 2025: জানতাম উইকেটের ধরন কেমন হতে পারে… চ্যাম্পিয়ন হয়ে দুবাইয়ে খেলার সুবিধা নিয়ে মুখ খুললেন রোহিত
কেন ভয় পাচ্ছিলেন কেএল রাহুল?
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চ্যাম্পিয়ন হয়ে কেএল রাহুল বলেন, ‘আমি ক্যামেরার সামনে এটা বলতে চাই না যে, আমি সত্যি ভয় পাচ্ছিলাম। আমাদের হাতে আরও কয়েকজন ব্যাটার ছিল, কিন্তু আমি বেশ চিন্তিত ছিলাম। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত ও সংযত রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, চ্যাম্পিয়ন্স ট্রফির এই ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে এমন চাপের মধ্যে ব্যাট করেছি, আর পাকিস্তানের বিরুদ্ধে তো ব্যাট করারই দরকার হয়নি।’
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কথায় প্রকাশ করা কঠিন, কিন্তু এটা একদমই দক্ষতা ও অভিজ্ঞতার ব্যাপার। আমরা যখন থেকে ক্রিকেট খেলতে শুরু করেছি, তখন থেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, প্রচুর চাপ সামলাতে হয়েছে। বিসিসিআই আমাদের যথাযথভাবে গড়ে তুলেছে এবং ঘরোয়া ক্রিকেট আমাদের এমন পরিস্থিতিতে কীভাবে ভালো খেলতে হয়, তা শিখিয়েছে।’
আরও পড়ুন… CT 2025: ভারতীয় শিবিরে গাংনাম স্টাইল! ২০১৩-র স্মৃতি ফেরালেন হর্ষিত-আর্শদীপ-জাদেজা
ভারতের ‘আইস কুল’ কেএল রাহুল
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছুটা চাপের মধ্যে থাকলেও, পুরো টুর্নামেন্টে রাহুলকে একেবারে নতুন রূপে দেখা গেছে। বাংলাদেশের বিরুদ্ধে তার ৪১ রানের ইনিংস হয়তো খুব বড় ছিল না, কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ পাননি, কারণ তার আগেই ভারতের ব্যাটাররা ম্যাচ জিতে নিয়েছিল। তবে লিগ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানের ইনিংস খেলে তিনি আত্মবিশ্বাস ফিরে পান।
আরও পড়ুন… বিরাট-রোহিতের অদ্ভুত মিল! T20I WC 2024 ও CT 2025 ফাইনালকে মিলিয়ে দিল ‘রোকো’-র স্কোর
রাহুলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম কঠিন পরীক্ষা আসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে, যেখানে তিনি ৪২ রানে অপরাজিত থেকে জয়সূচক রান করেন। আর ফাইনালের দিনও সেই দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভারতের জয় নিশ্চিত করেন, টুর্নামেন্টের স্মরণীয় এক সমাপ্তি ঘটান।