কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে জয়ের পর গুজরাট টাইটান্সের (জিটি) অধিনায়ক শুভমন গিল জানান, তিনি এবং তার ওপেনিং সঙ্গী সাই সুদর্শন কীভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন এবং তার মতে ব্যাটিং করার সময় তারা আরও ১০ রান বেশি করতে পারত।
শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স আইপিএলে তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে, কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআরকে ৩৯ রানে হারিয়ে স্বাগতিকদের শিরোপা রক্ষার মিশনে পঞ্চম হার উপহার দিয়েছে।
এই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভমন গিল বলেন, ‘আমাদের টিম মিটিংয়ে বলা হয়েছিল এই দুটি ম্যাচই ঠিক করে দেবে আমরা পয়েন্ট টেবিলের কোথায় থাকব, তাই ফলাফলে আমরা খুব সন্তুষ্ট। ওর (সাই সুদর্শনের সঙ্গে) এমন কোনও নির্দিষ্ট আলোচনা হয়নি যে আমাদের দু’জনের একজনকে শেষ পর্যন্ত থাকতে হবে, আমরা চাই আমাদের সেরা খেলাটা খেলতে, যতটা সম্ভব রান করতে। আমরা শুধু গভীর ব্যাটিং করতে চাই।’
আরও পড়ুন … দলের ব্যাটাররা আত্মবিশ্বাস হারাচ্ছেন… কেন রঘুবংশী ৯ নম্বরে? জানালেন KKR মেন্টর ব্র্যাভো
তিনি আরও বলেন, ‘আমরা খেলায় এগিয়ে ছিলাম, কিন্তু ম্যাচ শেষ করাটাও গুরুত্বপূর্ণ ছিল। ভালো দলগুলো ম্যাচ শেষ করতে জানে। এই ফরম্যাটে নিখুঁত খেলা প্রায় অসম্ভব, যেমন আজও, যদি আমি একটু বেশি সময় টিকে থাকতে পারতাম তাহলে হয়তো আরও ১০ রান যোগ হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতার উপায় খুঁজে বের করতে হয়, আর সেটাতেই আমরা ভালো।’
আরও পড়ুন … কাদের দোষে GT-র বিরুদ্ধে হারল KKR? হারের দায় কাদের উপর দিলেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে
ম্যাচ প্রসঙ্গে বলা যায়, কেকেআর টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সাই সুদর্শন (৩৬ বলে ৫২ রান, ছয়টি চার ও একটি ছক্কা) ও শুবমান গিলের (৫৫ বলে ৯০ রান, দশটি চার ও তিনটি ছক্কা) মধ্যে ১১৪ রানের জুটি বড় স্কোরের ভিত গড়ে দেয়। এরপর গিল ও জোস বাটলারের (২৩ বলে ৪১*, আটটি চার) মধ্যে ৫৮ রানের জুটি গুজরাটকে ২০ ওভারে ১৯৮/৩ স্কোরে পৌঁছে দেয়।
আরও পড়ুন … নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন
কেকেআরের পক্ষে একটি করে উইকেট নেন বৈভব অরোরা, বরুণ চক্রবর্ত্তী এবং আন্দ্রে রাসেল। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ব্যাটারদের মধ্যে অধিনায়ক অজিঙ্কা রাহানে (৩৬ বলে ৫০, পাঁচটি চার ও একটি ছক্কা) ছাড়া কেউই লড়াই করতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণা (২/২৫) এবং রশিদ খান (২/২৫)-এর দারুণ স্পেলে কেকেআরের ইনিংস থেমে যায় ১৫৯/৮ রানে। ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলার জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন শুভমন গিল।