দেশের বিভিন্ন জায়গায় বন্যার দৃশ্য ফুটে উঠতে শুরু করেছে। ওড়িশা ইতিমধ্যেই বন্যায় বিপর্যস্ত। তারই মধ্যে বাংলার আরও এক প্রতিবেশী এবার বিপর্যস্ত। এবার বিহারে বন্যার আশঙ্কার ছবি উঠে এসেছে। সেখানে বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জল। পাটনার বহু ঘাট আপাতত নিমজ্জিত হতে শুরু করেছে। ফলে বন্যার আশঙ্কা মাথা চাড়া দিচ্ছে। ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে ভক্তরা বিপন্ন গঙ্গাস্নানকে কেন্দ্র করে। ক্রমেই বাড়ছে আশঙ্কা।
বিহারে বিধানসভা ভোট আসন্ন। সেই রাজ্যে আজ এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি প্রথমবারের মতো পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুলেছেন।