কয়েকদিন আগেই বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর মাকে নিয়ে গালি দেওয়া হয়েছিল বিহারের একটি রাজনৈতিক জনসভা থেকে। কংগ্রেস এবং আরজেডির ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে সেই গালি দেওয়া হয়েছিল মোদীকে। এই নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি এই বিষয়টি নিয়ে কংগ্রেস এবং আরজেডিকে তুলোধোনা করেন। এদিকে এই ঘটনায় ইতিমধ্যই নেক মহম্মদ রিজভি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনা ঘিরে কংগ্রেস এবং বিজেপির খণ্ডযুদ্ধ বেধেছে। কলকাতাতেও কংগ্রেসের রাজ্য সদর দফতরে হামলা চালিয়েছিল বিজেপি।
এই সব বিতর্কের মাঝে আজ নরন্দ্র মোদী বলেন, 'আমার মা আমাকে তাঁর থেকে আলাদা করেছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন যে এখন আমার মা বেঁচে নেই। কিছুদিন আগে, ১০০ বছর পূর্ণ করার পর, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার সেই মা, যাঁর রাজনীতির সাথে কোনও সম্পর্ক নেই, তিনি আর নেই, তাঁকে আরজেডি, কংগ্রেসের মঞ্চ থেকে নিকৃষ্ট ভাষায় গালি দেওয়া হয়েছিল। তাঁকেও ছাড়েনি.. বোনেরা এবং মায়েরা, আমি আপনাদের মুখ দেখতে পাচ্ছি; আপনারা যে কষ্ট অনুভব করেছেন, তা আমি কেবল কল্পনা করতে পারি। কিছু মায়ের চোখে আমি অশ্রু দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক।'
এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, 'কংগ্রেস সর্বদা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করে। তিনি একজন দরিদ্র, আদিবাসী পরিবার থেকে এসেছেন। নারীদের প্রতি এই ঘৃণার রাজনীতি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। এ কোন ধরণের ভাষা ব্যবহার করা হচ্ছে?... ভারতের মাটি কখনও মায়েদের উপর নির্যাতনকারীদের ক্ষমা করেনি। আরজেডি এবং কংগ্রেসের উচিত ছঠী মাইয়ার কাছে ক্ষমা চাওয়া... সকলেরই আরজেডি এবং কংগ্রেসের কাছ থেকে জবাবদিহি দাবি করা উচিত। প্রতিটি রাস্তা এবং এলাকা থেকে কেবল একটিই আওয়াজ হওয়া উচিত, 'মা কো গালি নহি সহেঙ্গে, নহি সহেঙ্গে'... আমরা আরজেডি এবং কংগ্রেসের দ্বারা সংঘটিত অত্যাচার সহ্য করব না।'