মাতৃত্বের জন্য কেরিয়ারে লম্বা ব্রেক নিয়েছিলেন শ্রীদেবী। বলিউডের প্রথম লেডি সুপারস্টারের সেই নিয়ে আক্ষেপ ছিল না। ফিরেও এসেছিলেন নিজের ক্যারিশ্মায়। তবে তাঁর দ্বিতীয় ইনিংস লম্বা হয়নি। ২০১৮ সালে অকালেই চলে যান বলিউডের রূপ কি রানি।
কাকতালীয়ভাবে সেই বছরই বড়পর্দায় পা রাখেন তাঁর কন্যা জাহ্নবী কাপুর। শ্রীদেবীর দেখানো পথে হেঁটেই বলিউডে কেরিয়ার গড়েছেন তাঁর দুই কন্যে। সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’ যা বেশ সাড়া ফেলছে। জাহ্নবীর অভিনয়ও প্রশংসিত হচ্ছে । এরই মধ্যে চর্চা শ্রীদেবীর সুপারহিট ছবি চালবাজের রিমেকের কাজ পুনরায় শুরু হচ্ছে। শুধু তাই নয়, শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর নাকি এববার এই ছবির অংশ হতে চলেছেন। বাদ পড়েছেন শ্রদ্ধা কাপুর।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর কাছে চালবাজ শুধু একটা ছবি নয়, এটা একটা আবেগ। 'চালবাজ'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ লুফে নিলেও এই কাজটি খুব যত্ন নিয়ে করতে চান তিনি। সূত্রের খবর, চালবাজের রিমেকের জন্য কাছের মানুষদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন জাহ্নবী। তিনি উত্তেজিত, তবে মায়ের সঙ্গে তুলনা নিয়ে খানিক শঙ্কিত। সেপ্টেম্বরের শেষের দিকে তিনি চালবাজ রিমেকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।
২০২২ সালে টি-সিরিজ ব্যানারের তরফে ঘোষণা করা হয়েছিল চালবাজ ইন লন্ডন। সেই ছবিতে লিড রোলে অভিনয়ের কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে দীর্ঘসময় ধরে বাক্সবন্দি হয়ে পড়েছিল এই ছবি। এবার জাহ্নবীকে নিয়ে কাজ এগানোর কথা ভাবছেন নির্মাতা। ওদিকে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত চালবাজ ছবিতে ডবল রোলে অভিনয় করেছিলেন শ্রীদেবী। সঙ্গে দেখা মিলেছিল সানি দেওল এবং রজনীকান্তের।
জাহ্নবীকে আগামীতে সানি সংস্কারী কি তুলসী কুমারী ছবিতে দেখা যাবে। শশাঙ্ক খৈতানের এই ছবিতে দ্বিতীয়বার বরুণ ধাওয়ানের নায়িকা জাহ্নবী। এছাড়াও ছবিতে রয়েছেন সানিয়া মালহোত্রা এবং রোহিত সরফ। ২রা অক্টোবর অর্থাৎ দশেরাতে মুক্তি পাবে এই ছবি।