ঘুমের মধ্যেই নেমে এল মৃত্যু। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।রবিবার মাঝরাতে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০। ১,৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পরে একাধিক আফটারশকে কেঁপে ওঠে দিল্লি, পাকিস্তান-সহ অন্যান্য বেশ কিছু দেশ।
রবিবার স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ায় এর প্রভাব ধ্বংসাত্মক হয়েছে আফগানিস্তানে।একাধিকবার অফটার শক অনুভূত হয়েছে।এই ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছে। কিছুদিন আগে কুনার প্রদেশে ভারী বৃষ্টির ফলে সেই এলাকা প্লাবিত হয়ে যায়। বন্যায় বহু পরিকাঠামো এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল।তারপরেই রবিবারের কম্পনে বিপর্যস্ত বিশাল এলাকা। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, 'অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে।'
আরও পড়ুন-'হংকি!' জিনপিংয়ের প্রিয় 'রেড ফ্ল্যাগই' প্রধানমন্ত্রী মোদীর সফর সঙ্গী
জোরালো কম্পনে কুনার প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ভূমিকম্পে কুনারের নুরগাল, চৌকে এবং ওয়াতাপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।শক্তিশালী ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপ এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে। জখম ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে, তবে স্বাস্থ্যসেবার সীমিত অবস্থা ও ওষুধ-সামগ্রীর অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শরাফত জামান এক বিবৃতিতে জানিয়েছেন, আহত এবং নিহতদের সংখ্যা বেশি। তবে এলাকা দুর্যোগপূর্ণ এবং দুর্গম, তাই ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে।কুনার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, নুর গুল, সোকি, ওয়াতপুর, মানোগি এবং চাপাদারে জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন-'হংকি!' জিনপিংয়ের প্রিয় 'রেড ফ্ল্যাগই' প্রধানমন্ত্রী মোদীর সফর সঙ্গী
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হারাত প্রদেশ কেন্দ্রিক ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারান। তালিবান সরকার সে সময় নিহতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি বলে জানালেও রাষ্ট্রসংঘ প্রায় ১,৫০০ মানুষের মৃত্যুর কথা জানায়। এবারের ভূমিকম্পটি সেই মর্মান্তিক স্মৃতিকে আবারও উসকে দিয়েছে।