আবার আমাদের দেখা হবে, প্রিয় পোষ্যকে হারিয়ে এইভাবেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী গীতশ্রী দাস। সমাজ মাধ্যমে তুলে ধরলেন বেদনাদায়ক কিছু ছবি। প্রিয় পোষ্যর এই হারিয়ে যাওয়া যে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না, তা অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায়।
সমাজ মাধ্যমে যে ছবিগুলি অভিনেত্রী পোস্ট করেছেন তার প্রথম চিঠি দেখা যাচ্ছে, বিছানার ওপর বসে রয়েছে তাঁর পোষ্য। দ্বিতীয়টিতে ফুলের সাজে সেজে রয়েছে পোষ্যর ছবি। তৃতীয় ছবিটি আরো বেদনাদায়ক। মিষ্টু অর্থাৎ অভিনেত্রীর কুকুরের কবরের উপর দেওয়া ফুল মালা এবং মিষ্টি।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, এক সপ্তাহ হয়ে গেল, আমি তোমাকে দেখতে পাইনি। স্পর্শ করতে পারিনি, জড়িয়ে ধরতে পারিনি। কিন্তু আমি জানি তুমি সব সময় আমাদের সঙ্গে আছো, ওপার থেকেই নজর রাখছো আমাদের ওপর। তোমাকে ভালোবাসি বাচ্চা। যতক্ষণ না আমাদের আবার দেখা হচ্ছে।
গীতশ্রীর এই ছবিগুলিতে কমেন্ট করেছেন বহু নেটিজেন। একজন লিখেছেন, খুব ভালো থেকো সোনা। অন্য একজন লিখেছেন, ভালো থেকো মিষ্টু। কেউ আবার লিখেছেন, এই যন্ত্রণা সত্যি সহ্য করা যায় না। কমেন্ট বক্সেই সকলেই এত মিষ্ঠুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
প্রসঙ্গত, রাশি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন গীতশ্রী। শোনা গিয়েছে, চলতি বছরেই নাকি ফুটবলার প্রবীর দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রী অভিনয় করেছেন শুভ বিবাহ ধারাবাহীকে জোৎস্না চরিত্রে।
তবে শুধুমাত্র অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি গীতশ্রী একজন পাকা ব্যবসায়ী। কিছুদিন আগেই সহকর্মী তথা বন্ধু অর্পিতা সরকারের সঙ্গে একটি ফ্যামিলি স্যালো খুলেছেন তিনি। যদিও শুধু গীতশ্রী নন, অনেক অভিনেতা অভিনেত্রী এখন অভিনয়ের পাশাপাশি আয়ের বিকল্প রাস্তা বেছে নিচ্ছেন।