চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। আর তার আগে ‘জন সুরজ পার্টি’ সর্বশক্তিতে ঝাঁপাতে চলেছে। এই আবহে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন, এবারের নির্বাচনে জন সুরজের কাছে ভালো সুযোগ রয়েছে। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
২০২৫ সালে বিহারে নীতীশ কুমারের প্রত্যাবর্তনের নেপথ্যে ছিলেন প্রশান্ত কিশোর। তাঁদের ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো। একাধিক সাক্ষাৎকারে এই কথা নিজেই বলেছেন তিনি। তবে রাজনীতির ময়দানে নীতীশের বিরুদ্ধে খড়্গহস্ত প্রশান্ত। এনডিটিভিকে এক সাক্ষাৎকারে প্রাক্তন ভোটকুশলী বলেন, 'আমাদের কাছে নির্বাচন কেবল নির্বাচনের সময় নয়। আমরা তিন বছর ধরে কঠোর পরিশ্রম করে আসছি। আমরা সাড়ে তিন বছর ধরে বিহারের গ্রামগুলিতে পৌঁছে গিয়েছি। দু'বছর পর, আমরা এক কোটি মানুষকে একত্রিত করে একটি দল গঠন করেছি। দল গঠনের পর, আমরা একটি সাংগঠনিক কাঠামো তৈরি করেছি। আমরা তিন মাস আগে আমাদের নির্বাচনী প্রচার শুরু করেছি।' তাঁর কথায়, 'আমার অভিজ্ঞতা বলছে বিহারের জনগণ বড় পরিবর্তন চায়। দল, বর্ণ বা ধর্ম যাই হোক না কেন, প্রত্যেক সমর্থক পরিবর্তন চায়, এবং পরিবর্তনের এই ঢেউয়ে, বিহারের বিশিষ্ট নেতারা ভেসে যাবেন।'
আরও পড়ুন-'হাইড্রোজেন বোমা ফাটবে!' ভোট চুরির পর্দাফাঁসে বিস্ফোরক রাহুল, 'বিভ্রান্ত' BJP
প্রশান্ত কিশোর তার রাজনৈতিক দলের এবার আরও ভালো সম্ভাবনার দুটি কারণ তুলে ধরেছেন-মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি এবং জন সুরজ আন্দোলনের একটি শক্তিশালী জনসমর্থিত শক্তি হিসেবে উত্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে বিজেপির ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে প্রাক্তন ভোটকুশলী জানান, 'যখন (অটল বিহারী) বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী নেতৃত্ব দিয়েছিলেন, তখন বাজপেয়ী উদারপন্থী এবং আডবানীকে কট্টরপন্থী বলে মনে হয়েছিল। এখন, আডবাণী এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে, আডবাণীকে উদারপন্থী আর প্রধানমন্ত্রী মোদীকে কট্টরপন্থী বলে মনে হচ্ছে। তবে ভবিষ্যতে, যোগী আদিত্যনাথের তুলনায় মোদীকে উদারপন্থী বলে মনে হতে পারে। বিজেপির নেতৃত্বের গতিপথ স্পষ্ট।'
আরও পড়ুন-'হাইড্রোজেন বোমা ফাটবে!' ভোট চুরির পর্দাফাঁসে বিস্ফোরক রাহুল, 'বিভ্রান্ত' BJP
প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল পিকের রাজনৈতিক দল ‘জন সুরাজ পার্টি।' তার প্রায় দু’বছর আগে বিহারে ‘জন সুরাজ’ নামে একটি মঞ্চ গড়ে ধারাবাহিক ভাবে নানা আর্থ-সামাজিক কর্মসূচি পালন করেছিলেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা।