তেলাঙ্গানা সরকারের কালেশ্বরম লিফট ইরিগেশন প্রকল্পে কথিত অনিয়মের তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।এই আবহে বাবার বিরুদ্ধে সিবিআই তদন্তের জন্য খুড়তুতো ভাই তথা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস)-র সিনিয়র নেতা টি হরিশ রাওকে প্রকাশ্যে দোষারোপ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।যার জেরে পরিবারের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি রবিবার রাতে বিধানসভায় প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন বিতর্কের পর কালেশ্বরম প্রকল্পে কথিত অনিয়মের তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার ঘোষণা করেন। এই সিদ্ধান্ত তাঁর মন্ত্রিসভার সদস্যদের জন্যও অপ্রত্যাশিত ছিল, কারণ শনিবারের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের নেতৃত্বাধীন কমিশনের রিপোর্টে কালেশ্বরম প্রকল্পে পরিকল্পনা, নকশা, নির্মাণ, এবং রক্ষণাবেক্ষণে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর এবং প্রাক্তন সেচ মন্ত্রী টি হরিশ রাও-কে দায়ী করা হয়েছে। রেভান্থ রেড্ডি বিধানসভায় বলেন, 'এই প্রকল্পে আন্তঃরাজ্য বিষয় এবং কেন্দ্রীয় সংস্থা যেমন ওয়াপকস, পিএফসি এবং আরইসি জড়িত। তাই সিবিআই তদন্তই সঠিক পদক্ষেপ।' তিনি দাবি করেন, বিআরএস সরকার ৮৭,৪৪৯ কোটি টাকা ঋণ নিয়েছিল, যার মধ্যে ৪৯,৮৩৫ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে, প্রকল্পটি সম্পূর্ণ করতে আরও ৪৭,০০০ কোটি টাকা প্রয়োজন।
আরও পড়ুন-'মোদী কেন পুতিন-জিনপিংয়ের সঙ্গে বিছানায়...,' ভয়ে কুকথার নতুন রাজনীতি US-র
এই পরিস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে আইন পরিষদের সদস্য কে কবিতা বলেন, কেসিআরের নামে দুর্নীতির দাগ তাঁর ঘনিষ্ঠদের কর্মকাণ্ডের ফল। তিনি সরাসরি ২০১৪ সালে বিআরএস সরকারের প্রথম মেয়াদের সেচমন্ত্রী হরিশ রাও এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য জে সন্তোষ কুমারের বিরুদ্ধে কেসিআরের ভাবমূর্তি নষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন। কে কবিতা বলেন, 'আমাদের ভাবতে হবে কেন দুর্নীতির কলঙ্ক কেসিআর-এর উপর এল। কেসিআর-এর ঘনিষ্ঠ কিছু লোক তার নাম ব্যবহার করে নানাভাবে লাভবান হয়েছেন। তাদের অপকর্মের কারণে আজ কেসিআর-র নাম বদনাম হচ্ছে।' তিনি আরও দাবি করেন, অনিয়মের ফলে ২০১৮ সালে বিআরএস সরকারের দ্বিতীয় মেয়াদে হরিশ রাওকে সেচ দফতর থেকে অপসারণ করা হয়। অন্যদিকে, বিআরএস-র কার্যকরী সভাপতি তথা কেসিআর পুত্র রামা রাও (কেটিআর) হরিশ রাওয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন-'মোদী কেন পুতিন-জিনপিংয়ের সঙ্গে বিছানায়...,' ভয়ে কুকথার নতুন রাজনীতি US-র
কালেশ্বরম প্রকল্প, গোদাবরী নদীর উপর বিশ্বের বৃহত্তম মাল্টি-স্টেজ লিফট ইরিগেশন প্রকল্প হিসেবে পরিচিত। ২০১৯ সালে বিআরএস সরকারের আমলে সম্পন্ন হয়। প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ১৩টি জেলায় ১৮০০ কিলোমিটারের খাল নেটওয়ার্কের মাধ্যমে সেচ ও পানীয় জল সরবরাহের লক্ষ্যে নির্মিত হয়েছিল।কিন্তু ২০২৩ সালের অক্টোবরে মেদিগড্ডা ব্যারেজের একটি পিলার ধসে পড়ায় এবং বন্যার কারণে প্রকল্পটি বিতর্কের মুখে পড়ে। জাতীয় বাঁধ সুরক্ষা কর্তৃপক্ষ (এনডিএসএ) রিপোর্টে পরিকল্পনা, নকশা এবং নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করা হয়।