আর কিছুদিনের মধ্যেই বড়পর্দায় পদার্পণ করতে চলেছেন সুহানা খান। যদিও এর আগে ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি, তবে সেটা মুক্তি পেয়েছিল ডিজিটাল প্লাটফর্মে। এবার বাবার হাত ধরে কিং ছবিতে অভিনয় করার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। কিন্তু এই আনন্দের মধ্যেই নেমে এল বিষাদের ছায়া।
সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছেন সুহানা। ২০২৩ এবং ২০২৪ সালে আলিবাগে প্রায় ২২ কোটি টাকার দুটি জমি কিনেছিলেন তিনি। জমিটি যে শুধুমাত্র সুহানার নামে আছে তা নয়, জমি দুটির মালিকধীন রয়েছেন গৌরী খানের মা এবং তাঁর ভগ্নিপতি।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
জানা গিয়েছে, যে জমিটি সুহানা কিনেছেন, সেটির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং সেই জমিটি শুধুমাত্র কৃষকদের কৃষিকাজের জন্য ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই জমিতে সুহানা কিনেছিলেন তিন বোন রেখা, অঞ্জলি এবং প্রিয়ার থেকে। এই তিনজন বাবা মায়ের অবর্তমানে এই জমিটি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে।
তবে এখানেই শেষ নয়। কিছুদিন আগেই ৭৭. ৪৬ লক্ষ টাকা দিয়ে জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন বাদশা কন্যা। স্ট্যাম্পে সুহানাকে একজন কৃষক হিসাবে দেখানো হয়েছে, যা জানার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই জমির মালিকানা নিয়ে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই এই গোটা ব্যাপারটি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে শাহরুখ খান অথবা সুহানা খানের তরফ থেকে কোনও বিবৃতি শোনা যায়নি। খুব সম্প্রতি আরিয়ান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহানা। কিন্তু এই আচমকা তৈরি হওয়া সমস্যায় শাহরুখ কন্যার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করবে কিনা, সেটাই এখন দেখার।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালনায় ‘কিং' ছবিতে অভিনয় করবেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা।