কিছু গান অথবা কিছু সিনেমা কখনও পুরনো হয় না। তেমনি একটি সিনেমা ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হরে কৃষ্ণ হরে রাম’। সিনেমাটি যতটা জনপ্রিয় ছিল তার থেকেও বেশি জনপ্রিয় ছিল সিনেমার একটি গান ‘দম মারো দম’।
এই সিনেমায় মুখ্য অভিনয় করেছিলেন দেবানন্দ, জিনাত আমান এবং মুমতাজ। সিনেমার ‘দম মারো দম’ গানটি শুধু সেই সময় নয়, আজও একইভাবে জনপ্রিয়। শুধু তাই নয়, এই গানের দৃশ্যে জিনাত আমান যে পোশাকটি পরেছিলেন, সেটিও ভীষণ জনপ্রিয় হয়।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
বহুবার বহু সিনেমায় জিনাত আমানকে কপি করতে দেখা গিয়েছে একাধিক অভিনেত্রীকে। এবার দম মারো দম গানটির সেই আইকনিক লুক কপি করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। অবিকল জিনাত আমানের সাজে সাজলেন তিনি।
সম্প্রতি শিল্পা শেট্টি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘গ্ল্যামার এবং কালজয়ী ফ্যাশনের প্রতি সম্মান, জিনাত আমান জি। অনেক ধন্যবাদ আপনার স্টাইল এবং কথা দিয়ে আমাদের উদ্বুদ্ধ করার জন্য, এমনকি আজও।’
ছবিতে শিল্পা শেট্টিকে একটি হলুদ ছাপা ছাপা পোশাকে দেখতে পাওয়া যায়। ঠিক জিনাত আমানের মতো মাথায় চশমা লাগিয়ে হাতে গাঁদা ফুলের মালা জড়িয়ে ছবি তোলেন তিনি। কপালে টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, সব মিলিয়ে যেন এক নিমেষে পুরনো জিনাত আমানকে নতুনভাবে খুঁজে পেলেন সকলে।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
শিল্পার এই লুক ভাইরাল হওয়ার পর সকলেই শিল্পার অনবদ্য সাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে কেউ কেউ আবার অক্ষয় কুমারের ‘ভুলভুলাইয়া’ লুকের সঙ্গেও তুলনা করেছেন শিল্পা শেট্টির এই লুকের। তবে ইতিবাচক অথবা নেতিবাচক যাই হোক না কেন, শিল্পার এই লুক কিন্তু ইন্টারনেটে ভাইরাল।
প্রসঙ্গত, সম্প্রতি আবারও একটি প্রতারণায় জড়িয়ে গিয়েছিল শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার নাম। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তারকা দম্পতি। এই সমস্যার কিছুদিন পরেই প্রেমানন্দ জি মহারাজের স্মরণে ঠাঁই নিতে দেখা যায় রাজ ও শিল্পাকে।