কর্ণাটকের মহাদেবপুরায় ‘ভোট চুরির’ পর্দা ফাঁস করে তা ‘অ্যাটমবোম’ বলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার বিহারের পাটনায় বিজেপিকে হাইড্রোজেন বোম ফাটানোর হুঁশিয়ারি দিলেন তিনি। বিহারের ২৫ টি জেলায় ১৬ দিন ব্যাপী মোট ১৩০০ কিলোমিটার অতিক্রম করে সোমবার পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হয়েছে রাহুল গান্ধীর 'ভোটার অধিকার যাত্রা।' কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদী যাত্রার অন্তিম লগ্নে উপস্থিত তৃণমূল, শিবসেনা, এনসিপির মত ইন্ডিয়া জোটের শরিক দলের প্রতিনিধিরা।
'ভোট চোর, গদি ছোড়' স্লোগান তুলে বিহারের বিশেষ যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার যাত্রার অন্তিম দিনে চিনেও 'ভোট চোর, গদি ছোড়' স্লোগান উঠেছে বলে দাবি করেছেন তিনি। 'ভোটার অধিকার যাত্রা'র অন্তিম লগ্নে রাহুল গান্ধী বলেন, 'আমরা তাদেরকে (বিজেপি) সংবিধান হত্যা করতে দেব না... সেই কারণেই আমরা যাত্রা শুরু করেছিলাম এবং জনগণের অসাধারণ সাড়া পেয়েছি। বিপুল সংখ্যক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে'ভোট চোর, গদি ছোড়' স্লোগান দিয়েছে।' এরপরেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে কংগ্রেস নেতা বলেন, 'এমনকী চিনেও মানুষ ভোট চোর, গদি ছোড় স্লোগান তুলেছেন।' যাত্রার শেষদিনে বিহারে কংগ্রেসের ‘জমি পুনরুদ্ধারে’ পূর্ণ উদ্যমে ময়দানে নেমে পড়েন রাহুল গান্ধী।
এখানেই থামেননি তিনি। বিরোধী দলনেতা আরও বলেন, 'বিজেপির লোকেরা কান খুলে শুনে রাখুন, এর আগে ভোট চুরি করে আপনারা অ্যাটম বোম দেখেছেন, এবার হাইড্রোজেন বোমা দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। হাইড্রোজেন বোমার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ দেখাতে পারবেন না...।' তাঁর উক্তি, 'যারা মহত্মা গান্ধীর হত্যা করেছে, এখন সেই শক্তিই দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া। যাই হয়ে জাক না কেন, আমরা সংবিধানের হত্যা করতে দেব না। বিহার বিপ্লবের রাজ্য। সমগ্র দেশের কাছে বিহার বার্তা দিয়ে দিয়েছে, যে আমরা কোনভাবেই ভোট চুরি হতে দেব না।'
বিজেপির কড়া প্রতিক্রিয়া
রাহুল গান্ধীর মন্তব্যের প্রবল সমালোচনা করে বিজেপি বলেছে, কংগ্রেস নেতার এই বক্তব্য আসলে নিজেকে ছোট করা এবং দেশের ভোটারদের অপমান করার সমান। এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা সিনিয়র বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, 'সংসদের ভেতরে বা বাইরে যখনই আমি রাহুল গান্ধীর কথা শুনি, তিনি কী বলতে চাইছেন তা বুঝতে অনেক সময় লাগে... অ্যাটমবোম এবং হাইড্রোজেন বোমার নির্বাচনের সঙ্গে কী সম্পর্ক রয়েছে? রাহুল গান্ধীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।'
উল্লেখ্য, গত ১৮ আগস্ট শুরু হওয়া রাহুল গান্ধীর যাত্রার বিভিন্ন দিনে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই(এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূলের ইউসুফ পাঠান, ললিতেশ তিওয়ারির মত ইন্ডিয়া জোটের নেতা, মন্ত্রীরা অংশগ্রহণ করেন। বিহারের সাসারাম থেকে শুরু হয়ে ঔরঙ্গাবাদ, গয়া, সিওয়ান, মুজফফরপুর, দ্বারভাঙ্গার মত ২৫ টি জেলা ঘুরে সোমবার সন্ধ্যায় পাটনার গান্ধী ময়দানে শেষ হয় 'ভোটার অধিকার যাত্রা।'