বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো কাকে বলে, দেখিয়ে দিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে গল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে শাহিন আফ্রিদিদের গোলা-গুলি সামলে দিনের শেষে লড়াই করার রসদ সংগ্রহ করে নেয় দ্বীপরাষ্ট্র।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ইনিংসে এখনও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। বরং অভিজ্ঞ ধনঞ্জয়া ডি'সিলভার চওড়া ব্যাটে ভর করে নিজেদের ইনিংসকে টেনে নিয়ে যচ্ছেন সিংহলিরা। সুতরাং বলাই যায় যে, শ্রীলঙ্কা শিবিরে প্রাথমিক ধাক্কা দিতে সক্ষম হলেও পাকিস্তান প্রথম দিনে ম্যাচের রাশ আলগা করে ফেলে।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারেই তারা ওপেনার নিশান মদুষ্কার উইকেট হারিয়ে বসে। ৯ বলে ৪ রান করে শাহিন আফ্রিদির বলে উইকেটকিপার সরফরাজ আহমেদের দস্তানায় ধরা পড়ে যান নিশান। শ্রীলঙ্কার ওপেনারকে ফিরিয়ে আফ্রিদি টেস্ট কেরিয়ারে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। শ্রীলঙ্কা দলগত ৬ রানে প্রথম উইকেট হারায়।
সপ্তম ওভারে ফের শ্রীলঙ্কা শিবিরে ধাক্কা দেন শাহিন। তিন নম্বরে ব্যাট করতে নামা কুশল মেন্ডিস ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১২ রান করে আফ্রিদির বলে আঘা সলমনের হাতে ধরা পড়েন। শ্রীলঙ্কা দলগত ২২ রানে ২ উইকেট হারায়।
আরও পড়ুন:- IND vs BAN: ফের পচা শামুকে পা কাটল হরমনপ্রীতদের, বাংলাদেশের কাছে প্রথমবার ODI হার ভারতের মেয়েদের
অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক বিপর্যয় রোধের চেষ্টা করেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে। তবে দলগত ৫০ রানের গণ্ডি টপকানোর পরেই দলনায়ক করুণারত্নের উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২৯ রান করে আফ্রিদির বলেই সরফরাজের দস্তানায় ধরা পড়েন দিমুথ। শ্রীলঙ্কা ৫৩ রানে তিন উইকেট হারায়।
ক্রিজে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি দীনেশ চণ্ডীমল। করুণারত্নে ফেরার ঠিক পরের ওভারেই নাসিম শাহের বলে বাবর আজমের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে ১ রান করে আউট হন চণ্ডীমল। তবে তার পরেই ডি'সিলভার সঙ্গে জুটি বেঁধে পালটা দেওয়ার কাজ শুরু করেন ম্যাথিউজ। পঞ্চম উইকেটের জুটিতে ১৩১ রান যোগ করেন দু'জনে। ইতিমধ্যে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন দুই তারকাই। শেষে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন ম্যাথিউজ। আব্রার আহমেদের বলে সরফরাজের দস্তানায় ধরা পড়ার আগে ১০৯ বলের ইনিংসে অ্যাঞ্জেলো ৯টি চার মারেন।
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: সুপারম্যানসুলভ অবিশ্বাস্য ক্যাচে ঋদ্ধিমান সাহাকে মনে করালেন ধ্রুব জুরেল- ভিডিয়ো
উইকেটকিপার সাদিরা সমরাবিক্রমেকে সঙ্গে নিয়ে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের বাকি সময়টুকু কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন ধনঞ্জয়া। তবে দিনের একেবারে শেষ বেলায় আঘা সলমনের বলে ইমাম উল হকের হাতে ধরা পড়ে যান সমরাবিক্রমে। শ্রীলঙ্কা ৬৫.৪ ওভারে দলগত ২৪২ রানের মাথায় ৬ উইকেট হারানো মাত্রই প্রথম দিনের খেলা শেষ হয়। ডি'সিলভা নট-আউট থাকেন ব্যক্তিগত ৯৪ রানে। ১৫৭ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন।
পাকিস্তানের হয়ে প্রথম দিনে ৩টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ১টি করে উইকেট দখল করেন নাসিম সাহ, আব্রার আহমেদ ও আঘা সলমন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।