ক্রিকেট বিশ্ব হর্ষ ভোগলের নাম সবার জানা। ক্রিকেটার না হলেও ধারাভাষ্যকার হিসাবে সকলের মন জয় করেছেন তিনি। বিভিন্ন সময় অনেক সামাজিক ইস্যু নিয়েও মতামত রাখেন হর্ষ। এবার যেমন রাখলেন এনআরসি-সিএএ বিতর্ক প্রসঙ্গে। ভারতের শাসকদের সেকুলার ও লিবারাল নীতি নেওয়া উচিত বলে জানান ভোগলে।
NPR- NRC- মিল কোথায়, অমিল কোথায়
টুইটারে তাঁর কথাকে ব্যবহার করে নিজের প্রোপাগান্ডা করতে গিয়েছিলেন এক অস্ট্রেলিয়ান। বর্তমান শাসকদের সঙ্গে নাজিদের তুলনা টানেন সেই বিদেশি। এতেই কড়া প্রতিবাদ করেন হর্ষ। ভারত ভেঙে গিয়েছে, এটা বলা ভুল বলে জানান তিনি। ভারতকে সবাই ভালোবাসে বলেই সমালোচনা করা হয়, বলেন হর্ষ। একই সঙ্গে তিনি বলেন যে ভারতীয় গণতন্ত্র মজবুত ও পরিণত। এভাবেই হর্ষ বুঝিয়ে দেন যে অনেকের মতো গেল গেল রব করার পক্ষে তিনি নন। যেখানে সরকার ভুল করছে বলে মনে হচ্ছে, সেটি তিনি তুলে ধরেছেন, কিন্তু তার মানেই ভারতে সব উচ্ছনে গিয়েছে, সেটা মনে করেন না তিনি।
দেখুন ফেসবুকে কী লিখেছেন হর্ষ ভোগলে-
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।