কয়েকদিন ধরেই একটি খবর বেশ ছড়িয়েছে, যে ভারতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। কিন্তু তাঁর আবেদন নাকি গ্রহণ করেনি এআইএফএফ, কারণ আর্থিক কারণে তাঁকে কোচ করতে পারবে না ভারতীয় ফুটবল ফেডারেশন। এই কথা বোর্ডের এক কর্তা সম্প্রতি জানিয়েছিলেন বলে একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি অনুযায়ী এআইএফএফ এবং জাভির মধ্যে কোচিং প্রসঙ্গে কোনও কথাই নাকি হয়নি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সাম্প্রতিক রিপোর্ট সত্ত্বেও জানাতে পারি একটা কথা, জাভি হার্নান্দেজ এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে কোনও কথাই হয়নি’।
স্পেনের আরেক অত্যন্ত সনামধন্য সাংবাদিক ফেরান কোরেরাসও দাবি করেছেন, এআইএফএফ নাকি নিজেদের নাম বিশ্বফুটবলে ছড়ানোর জন্যই জাভির নাম টেনেছেন। বার্সা টাইমসের হয়ে কোরেরাসকে বলতে শোনা যায়, ‘যারা জাভির অত্যন্ত ঘনিষ্ঠ, তাঁরা দাবি করেছে যে জাভি কখনই ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন জানায়নি। তাঁদের মনে হয় যে ভারতীয় ফুটবল সংস্থা ইচ্ছা করেই জাভির নাম টেনেছেন, যাতে তাঁদের প্রোফাইল বৃদ্ধি হয় ’।
কদিন আগেই ভারতীয় ফুটবল দলের টিম ডিরেক্টর সুব্রত পাল জানিয়েছিলেন যে জাভি নাকি এদেশের ফুটবল কোচ হতে আগ্রহী। এছাড়াও স্টিফেন কনস্টানটাইন, কিবু ভিকুনা, এলকো শাত্তোরি, খালিদ জামিল, স্টিফান তার্কোভিচ, স্টিন কিনরা ভারতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন জানিয়েছেন। বার্সেলোনায় থাকাকালীন বিশ্বের প্রায় সব ট্রফিই জিতেছেন জাভি, বিশ্বকাপ-ইউরো কাপও রয়েছে তাঁর ঝুলিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।