কলিঙ্গ সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে (প্রথম ম্যাচ) বাই পেয়ে গেল মোহনবাগান। ফলে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে। সেই ম্যাচে যে দল জিতবে, তারাই কোয়ার্টার ফাইনালে খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গল যদি প্রথম ম্যাচের বাধা টপকাতে পারে, তাহলে কলকাতা ডার্বি দিয়ে সুপার কাপের অভিযান শুরু করবে মোহনবাগান।
AIFF-র তরফে কী বলা হয়েছে?
শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে বলা হয়েছে, 'আগামী ২০ এপ্রিল কলিঙ্গ সুপার কাপের রাউন্ড অফ ১৬-র ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ ছিল চার্চিল ব্রাদার্স এফসির। কিন্তু সেই ম্যাচ থেকে চার্চিল নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগানকে বাই দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ সালের আইএসএল শিল্ড এবং কাপজয়ী মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। রাউন্ড অফ ১৬-তে কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে দল জিতবে, সেই দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবে।'
কীভাবে ইস্টবেঙ্গলের সুবিধা হল?
আর সেই পরিস্থিতিতে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের সূচি সামান্য পরিবর্তন করা হল। প্রাথমিকভাবে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে ঠিক ছিল যে ২০ এপ্রিল বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ হবে। আর তারপর রাত আটটায় চার্চিলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। এখন যেহেতু মোহনবাগান মাঠে নামবে না, তাই ইস্টবেঙ্গলের ম্যাচটা পিছিয়ে রাত আটটায় করে দেওয়া হল। অর্থাৎ প্রথম গরমের মধ্যে ইস্টবেঙ্গলকে বিকেলে খেলতে হবে না।
কিন্তু সুপার কাপ থেকে চার্চিল কেন নাম তুলে নিল?
সেই পুরোটার নেপথ্যে আছে আই লিগের খেতাব নিয়ে জট।
(বিস্তারিত পরে আসছে)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।