
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুপার কাপের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট দল। বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নেমে পড়ল সবুজ মেরুন শিবির। আইএসএলজয়ী দলের অধিকাংশ ফুটবলারকেই সুপার কাপে খেলাবে না মোহনবাগান, এমনই খবর প্রকাশ্যে এসেছে। বিদেশিদের মধ্যে একমাত্র নুনো রেইসকে খেলানো হতে পারে সুপার কাপে, কোচিং করাবেন বাস্তব রায়।
এদিনের মোহনবাগান অনুশীলনে দেখা গেল আইএসএল দলের সাহাল আবদুল সামান, দীপক টাংরিদের। তাঁদের দুজনকেই গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধে নামিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মোলিনা। সাহাল আসার পর মাঝমাঠের দখল নিয়ে ফেলেছিল মোহনবাগান। আর শুভাশিস উঠে যাওয়ায় দীপক টাংরি এসে ভালোভাবেই ব্লকিং করেন। তাতেই মোহনবাগান চ্যাম্পিয়নের শিরোপা জিতে মাঠ ছাড়ে।
এই দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা গেল রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগে নজর কাড়া পাসাং দর্জি তামাংকে। তিনি ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন। পাহাড়ি এই ফুটবলারকে দলের সঙ্গেই রাখতে চলেছে মোহনবাগান। সুপার কাপে আক্রমণে সুহেল ভাট খেললে বাঁদিক থেকে অর্থাৎ লিস্টন কোলাসোর দিক থেকে খেলতে পারেন পাসাং। আর যদি আশিক কুরুনিয়ান খেলেন, সেক্ষেত্রে তামাংকে কিছুটা অপেক্ষা করতে হবে।
পাহাড়ি এই ফুটবলার অবশ্য তৈরি নিজের সেরাটা দিয়ে মোহনবাগানের প্রথম একাদশে নিজের জায়গা মজবুত করার ব্যাপারে। পাসাং নিজে লিস্টনের খুব বড় ভক্ত,আর তিনি খেলেনও লিস্টনেরই পজিশনে। আরএফডিএলে ভালো পারফরমেন্স করায় তাঁকে সুপার কাপের স্কোয়াডে রাখা হতে চলেছে। সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে ভরা দলে সুযোগ পেয়ে পাসাং তাই মরিয়া নিজেকে উজার করে দিতে। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটরাও মোহনবাগানের যুব দল বা রিজার্ভ দল থেকেই উঠে এসেছেন।
পাসাং দর্জি তামাং মোহনবাগানের সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের পর বললেন, ‘ভালো জায়গাতে যেতে চেষ্টা করব। লিস্টনের খেলা দেখতে ভালো লাগে। ভালো খেলছি তবে আরও ভালো খেলার চেষ্টা করব। আমার স্বপ্ন আছে চান্স পেলে সেটা কাজে লাগিয়ে আইএসএলে খেলার। এত বড় বড় ফুটবলারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা মানে ভালো জিনিস। আজকে অনুশীলনে আমায় বড়রা বলেছে, ভয় পাবি না ’।
প্রসঙ্গত মোহনবাগানের সুপার কাপের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলার কথা থাকলেও চার্চিল সম্ভবত দল তুলে নিচ্ছে। ফলে মোহনবাগান ওয়াক ওভার বা বাই পেয়ে যাবে। পরের ম্যাচে ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ইস্টবেঙ্গল উঠলে সেই ম্যাচ মোহনবাগানের কাছে সম্মানরক্ষার হতে চলেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports