বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: প্রথম ছয় বিদেশিকে একসঙ্গে পাব- MCFC-র বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ATKMB কোচ
পরবর্তী খবর
ISL 2022-23: প্রথম ছয় বিদেশিকে একসঙ্গে পাব- MCFC-র বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ATKMB কোচ
2 মিনিটে পড়ুন Updated: 14 Jan 2023, 04:13 PM ISTTania Roy
আইএসএলে মোহনবাগান এবং মুম্বই দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে চার বার জিতেছে মুম্বই সিটি এফসি। দু’বার ড্র হয়েছে। এর বাইরে গত অগস্টে ডুরান্ড কাপে দুই দল মুখোমুখি হলে, সেই ফলও ১-১ হয়। মোদ্দা কথা, মোহনবাগানের বিরুদ্ধে মুম্বই এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য।
জুয়ান ফেরান্দো।
দুরন্ত গতিতে এগিয়ে চলা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এখনও পর্যন্ত একটিও জয় না পাওয়া এটিকে মোহনবাগান শনিবার ঘরের মাঠে পরিসংখ্যান বদলাতে পারবে? এই প্রশ্ন নিয়ে যখন জোর জল্পনা চলছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে, তখন তাদের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো আশ্বাস দিলেন, তা সম্ভব। তবে তার জন্য নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে সেরাটা নিংড়ে দিতে হবে তাঁর দলকে।
যে দল টানা আটটি ম্যাচ জিতে আইএসএলের নতুন নজির গড়েছে, ৪০ গোল করে যারা নিজেদের রেকর্ডই ভেঙে চুরমার করে দিয়েছে, এক-একটি ম্যাচে যারা অনায়াসে তিন-চার এমন কী ছ’গোলও করে দিচ্ছে, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে নামার আগে ফেরান্দোকে অবশ্য বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে।
তার অবশ্য কারণও আছে। দু’সপ্তাহেরও বেশি ছুটিতে দলের চোট-সমস্যাগুলির বেশির ভাগই সমাধান হয়ে গিয়েছে। নতুন দুই বিদেশিকেও পেয়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এই প্রথম ছয় বিদেশিকে দলে রেখে মাঠে নামতে পারবে এটিকে মোহনবাগান। দলে যে জায়গায় ভুল হচ্ছিল, এই দুই সপ্তাহের অবকাশে সেগুলিও অনেকটা মেরামত করার সুযোগ পেয়েছে মোহনবাগান। আর সে কারণেই সম্ভবত কিছুটা নিশ্চিন্ত ফেরান্দো।
শুক্রবার বিকেলে ক্লাবতাঁবুতে নয়া বিদেশি ফেদরিকো গালেগোকে পাশে বসিয়ে কোচ বললেন, ‘আমাদের জেতার সুযোগ অবশ্যই আছে। সেই জন্য আমাদের সুযোগ তৈরি করতে হবে। এখনও পর্যন্ত যত গোল খেয়েছি আমরা, তার ১৫ শতাংশ নিজেদের ভুলের জন্য। একই ভুল বারবার করেও গোল খেয়েছি। তবে এখন আশা করি আর সেই ভুলগুলো হবে না। কারণ, আমরা এই ভুল শুধরে নেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়েছি। বিপক্ষের খেলোয়াড়দেরও ভাল করে জেনে গিয়েছি। এই ক’দিন চোট আঘাত নিয়েই বেশি সময় কেটেছে আমাদের। তবে নতুন বছরটা ভালো ভাবে শুরু করতে চাই। দলে এখন আগের চেয়ে বেশি ভারসাম্য আছে।’
নিজের দল নিয়ে অনেক দিন পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল কোচকে। ফেরান্দো বলছিলেন, ‘গত দু'মাসে আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের অনুশীলন করার মতো পুরো দল ছিল না। বেশির ভাগেরই চোট ছিল। এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছি। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আমরা স্কোয়াডে ছ’জন বিদেশিকে একসঙ্গে রাখতে পারব, যা এর আগে কখনও হয়নি। কেউ না কেউ ঠিক চোট পেয়ে বসে থেকেছে। দলের পক্ষে এটা ভালো। তিন মাস পরে গত দু’সপ্তাহে আমরা প্রথম ২০ জন খেলোয়াড়কে নিয়ে প্রস্তুতি সারতে পেরেছি। আশা করি, পরের আটটি ম্যাচে আর কোনও বড় চোট আমাদের কেউ পাবে না। প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার জন্য ঝাঁপাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।