ডার্বি ঘিরে উত্তাপ বাড়ছে শহরের। ২৮ অগস্টের ডার্বির টিকিট বিকিয়ে যাচ্ছে হুহু করে। প্রায় আড়াই বছর পর কলকাতায় হতে চলেছে ডার্বি। স্বাভাবিক ভাবেই উন্মাদনাটা আকাশছোঁয়া।
শনিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। অন্য ম্যাচের টিকিট এখনও দিব্য পাওয়া যাচ্ছে। অথচ শেষ হয়ে গিয়েছে ডার্বির টিকিট। ২৮ অগস্ট ইস্ট-মোহন ডার্বির প্রথম দফার অনলাইন টিকিট শেষ হয়ে যায় মাত্র ৩০ মিনিটেই।
আরও পড়ুন: ‘জানি ডার্বির উত্তেজনা, অন্য রকম পরিবেশ থাকে’, শহরে এসেই অনুশীলনে শুরু পোগবার
যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধুই অফলাইন টিকিট। তার জন্যও হাহাকার কম নয়। তবে অনলাইনে ফের টিকিট পাওয়া যাবে। তবে সেটা শুধুই বক্স অফিসের জন্য। ডার্বির তিন দিন আগে সেই টিকিট পাওয়া যেতে পারে বলে সূত্রের খবর। কিন্তু সেখানে কতগুলি টিকিট থাকবে, সেটা নিয়ে এখনও কোনও কিছুই স্পষ্ট নয়।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ভরসা করতে পারলেন না, ATK MB-তেই থেকে গেলেন প্রীতম
অন্য ম্যাচের টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি চলছে। ৫০ টাকা দামের সেই টিকিট অনলাইনে কিনতে পারেন সমর্থকরা। এ দিকে ১৬ অগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। প্রথম দিনই ম্যাচ রয়েছে মহমেডানের। গোয়ার বিরুদ্ধে খেলবে কলকাতার দলটি। এ দিকে মোহনবাগানের প্রথম ম্যাচ ২০ অগস্ট। তারা খেলবে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল নামবে ২২ অগস্ট। তাদের ম্যাচ রয়েছে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।