
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
যাবতীয় জল্পনার অবসান। থাকছে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি। তবে দলের নাম হবে প্রত্যাশামতোই ATK Mohun Bagan. মোহনবাগানের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের এই দলে অন্তুর্ভুক্ত করা হবে। বাংলায় একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি খোলারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
এদিন নয়া দলের বোর্ড অফ ডিরক্টরদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে এই সবুজ মেরুন জার্সি বজায় রাখার যা বাঙালির আবেগের সঙ্গে জড়িত। লোগোতে যদিও ঢুকছে এটিকে। মোহনবাগান মাঠটিকে সারিয়ে বিশ্বমানের করা হবে যাতে আইএসএল ও এএফসি কাপের ম্যাচ সেখানে করা যায় বলে জানিয়েছেন ক্লাবের কর্ণধার। দলের সহ-মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন তিনি নিশ্চিত এটিকে-মোহনবাগান ইতিহাস গড়বে।
নয়া মোহনবাগানে পাল তৌলা নৌকা ও সবুজ মেরুন থাকছে বলে খুশি সৃঞ্জয় বসু ও দেবাশিষ দত্ত। ১৩১ বছরের যে ঐতিহ্য সেটা নয়া বোর্ডের নেতৃত্ব আরও এগিয়ে যাবে বলেই আশা প্রকাশ করেন তাঁরা।
বাংলায় একটি বিশ্বমানের অ্যাকাডেমি খোলা ছাড়াও সারা বিশ্বে এটিকে মোহনবাগান ফুটবল স্কুল খোলা হবে সারা দেশে। ফ্যানদের যে প্রধান চাহিদা ছিল যে মোহনবাগানের পালতোলা নৌকা ও সবুজ মেরুন রং যেন মুছে না যায়, সেটিকে সম্মান জানিয়েছেন এটিকে- মোহনবাগান কর্তৃপক্ষ। একই সঙ্গে তরুণ মোহনবাগানি যাদের জন্য আই লিগ জিতেছে দল, তাদেরও অনেকে যে নয়া দলে অংশ থাকবেন, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই দিন। ফলে সমর্থকরাও খুশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports