Asian Games Day 7 Live Score: দেখতে দেখতে এশিয়ান গেমসের ৭টি দিনের খেলা শেষ। ভারতীয় অ্যাথলিটরা বেশ কিছু ইভেন্টে যেমন হতাশ করেছে, তেমনই অনেকেই চমকে দিয়ে পদক এনেছেন। এশিয়ান গেমসের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
Asian Games Day 7 Live: ব্যাডমিন্টনের পুরুষ বিভাগে রুপো পেল ভারত
Badminton: পুরুষদের দলগত ইভেন্টে রুপো জিতল ভারত। মিঠুন মঞ্জুনাথ ওয়েং হংইয়াং-এর কাছে 0-2 হেরেছে। যে কারণে ভারতের পুরুষদের দল রুপো জিতেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিন সোনা জিতেছে।
Asian Games Day 7 Live: রুপো জেতেন জ্যোতি
Yarraji to win silver in women’s 100m hurdles after scuffle: মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রুপে জিতলেন জ্যোতি ইয়ারাজি। যদিও তিনি ফাইনালে তিনে শেষ করেছিলেন। আর দুইয়ে শেষ করেছিলেন চিনের য়ু ইয়ানি। কিন্তু তিনি ফলস স্টার্ট করার কারণে ডিসকোয়ালিফাই হয়ে যান। যে কারণে দ্বিতীয় হয়ে যান জ্যোতি। লিন ইউওয়েই সোনা জেতেন।
Asian Games Day 7 Live: ব্রোঞ্জ পেলেন সীমা পুনিয়া
Women’s Discus Throw: সীমা পুনিয়া ৫৮.৬২ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন। সীমা চতুর্থ প্রচেষ্টায় ৫৮.৬২ মিটার ছুড়েছেন, যেটা তাঁর সের থ্রো। সেই সঙ্গে তিনি ব্রোঞ্জ জিতেছেন।
Asian Games Day 7 Live: ব্রোঞ্জ নন্দিনীর
Women’s Heptathlon: মেয়েদের হেপ্টাথেলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসরা। নন্দিনী আগাসারা মহিলাদের হেপ্টাথলন ইভেন্টে ৮০০ মিটারে ব্যক্তিগত সেরা করে ব্রোঞ্জ জিতেছেন।
Asian Games Day 7 Live: রুপো শ্রীশঙ্করের
Men’s Long Jump Final: এম শ্রীশঙ্কর রুপো জিতেছেন। শ্রীশঙ্কর তাঁর শেষ প্রচেষ্টায় ৮.০০ লাফিয়ে রুপো জিতেছেন।
Asian Games Day 7 Live: রুপো অজয় কুমারের, ব্রোঞ্জ পেলেন জিনসন জনসন
Men's 1500m Final: Ajay, Jinson win silver and bronze: পুরুষদরে ১৫০০ মিটার ফাইনালে অজয় কুমার রুপো জিতেছেন। তিনি সময় নিয়েছেন ৩:৩৮.৯৪। জিনসন জনসন, যিনি ২০১৮ সালে সোনা জিতেছিলেন, তিনি এবার ব্রোঞ্জ পেয়েছেন। তিনি নিয়েছেন ৩:৩৯.৭৪ সময় নিয়েছেন।
Asian Games Day 7 Live: রুপো হারমিলনের
Harmilan Bains wins women’s 1500m silver: মহিলাদের 1500 মিটারে রুপো জিতেছেন ভারতের হারমিলন বেইনস।
Asian Games Day 7 Live: সোনা পেলেন তেজিন্দরপাল সিং তুর
Tajinderpal Singh Toor wins shotput gold: প্রত্যাশা মতোই এশিয়ান গেমসে পুরুষদের শট পাটে সোনা জিতলেন তেজিন্দরপাল সিং তুর। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এবারের গেমস থেকে ১৩তম সোনা এনে দিলেন তিনি। এই নিয়ে অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় সোনা। সেই সোনা দু'টি এল রবিবার- অবিনাশ এবং তেজিন্দরের হাত ধরে।তবে রবিবার লড়াইয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি তেজিন্দরের। কিছুটা পিছিয়েই ছিলেন তিনি। ছন্দ পেতে তাঁর কিছুটা সময় লেগেছে। তবে কথাতেই আছে, যার শেষ ভালো, তার সব ভালো। প্রথম পাঁচটি প্রচেষ্টার তিনটিতেই ফাউল করেছিলেন তেজিন্দর। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়েই সোনা জিতে নেন তিনি।পুরো কপি পড়তে ক্লিক করুন এই লিঙ্কে: http://betvisa69.com/sports/asian-games/asian-games-avinash-sable-becomes-first-indian-man-to-win-3000m-steeplechase-tajinderpal-wins-gold-in-mens-shot-put-31696162523081.html
Asian Games Day 7 Live: সোনা পেলেন অবিনাশ সাবলে
Avinash Sable Wins 3000m Steeplechase Gold: ইতিহাস লিখলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে শুধু সোনা জয়ই নয়, এশিয়ান গেমসে রেকর্ড গড়ে ফেললেন অবিনাশ। জাপানের রিয়োমা আওকিকে হারিয়ে সোনা জেতেন অবিনাশ। তিনি দৌড় শেষ করেন ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে।অবিনাশ জাপানের প্রতিপক্ষকে প্রায় চার সেকেন্ড পিছনে ফেলে সোনা জিতে নেন। জাপানের রিয়োমা আওকি রুপো পেয়েছেন। ব্রোঞ্জও পেয়েছে জাপানেরই অ্যাথলিট। সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন। তাঁদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন ভারতের অবিনাশ। অবিনাশ হলেন ভারতের প্রথম অ্যাথলিট, যিনি ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা পেলেন।এর আগে এশিয়ান গেমসে স্টিপলচেজে রেকর্ড ছিল হোসেন কিহানির। ইরানের সেই দৌড়বিদ গত বারের এশিয়ান গেমসে ৮ মিনিট ২২.৭৯ সেকেন্ডে জিতেছিলেন। তিনি এ বারে সপ্তম স্থানে শেষ করেন। তাঁর সঙ্গে দৌড়েই হোসেনের রেকর্ড ভাঙলেন অবিনাশ। হোসেন কিহানির রেকর্ডের চেয়ে অনেকটাই কম সময় নিলেন অবিনাশ।
Asian Games Day 7 Live: ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল নিখাতকে
Boxing- Nikhat Zareen settles for bronze: এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল। ব্রোঞ্জেই থামতে হল বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিনকে। রবিবার তিনি এশিয়ান গেমসে মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচে থাইল্যান্ডের চুথামাত রাকসতের কাছে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। সেমিফাইনালে থাইল্যান্ডের রাকসতের কাছে ৩-২ হারেন নিখাত। সেই সঙ্গে তাঁর সোনা জয়ের স্বপ্নভঙ্গ হল। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তেলেঙ্গনার ২৭ বছরের তারকা বক্সারকে।পুরো কপি পড়তে ক্লিক করুন এই লিঙ্কে: http://betvisa69.com/sports/asian-games/asian-games-nikhat-zareen-clinches-bronze-in-womens-50kg-category-after-losing-semi-final-bout-31696159286753.html
Asian Games Day 7 Live Score: ১০০০০ মিটারে জোড়া পদক
ছেলেদের ১০০০০ মিটারে জোড়া পদক জেতে ভারত। রুপো পেয়েছেন ভারতের কার্তিক কুমার। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের লং ডিসট্যান্স রানার গুলবীর সিং। আরও পড়ুন:- Asian Games, Athletics: ১০ হাজার মিটারে রুপো পেয়েও জাতীয় রেকর্ড না ভাঙতে পারার আফসোস কার্তিকের, ব্রোঞ্জ গুলবীরের
Asian Games Day 7 Live Score: টেবিল টেনিসে ইতিহাস গড়লেন সুতীর্থা-ঐহিকা
টেবিল টেনিসের উইমেন্স ডাবলসের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন বাংলার দুই তারকা সুতীর্থা ও ঐহিকা। বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে ভারতের পদক জয় নিশ্চিত করেন তাঁরা। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম এই ইভেন্ট থেকে পদক আসবে ভারতের ঘরে। বিস্তারিত পড়ুন:- Asian Games 2023: বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস সুতীর্থা-ঐহিকার, TT-তে ভারতের পদক নিশ্চিত করলেন দুই বঙ্গতনয়া
Asian Games Day 7 Live Score: পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে সোনা ভারতের
স্কোয়াশে ছেলেদের দলগত বিভাগদের ফাইনালে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারত। প্রথম ম্যাচে হেরে যান মহেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরান সৌরভ। নির্ণায়ক ম্যাচ জিতে ভারতের গোল্ট মেডেল নিশ্চিত করেন অভয়। বিস্তারিত পড়ুন: IND vs PAK Squash Highlights: সৌরভের জয়ের পর অবিশ্বাস্য লড়াই অভয়ের! পাকিস্তানের গ্রাস থেকে সোনা জিতল ভারত
Asian Games Day 7 Live Score: Weightlifting: পদক হাতছাড়া চানুর
তৃতীয় চেষ্টাতেও ব্যর্থ মীরাবাই চানু। ৪৯ কেজি বিভাগে ১৯১ কেজি সংগ্রহ করে চতুর্থ হয়েছেন। সেই সঙ্গে তিনি পদক হাতছাড়া করলেন।
Asian Games Day 7 Live Score: Tennis- মিক্সড ডাবলসে সোনা বোপান্না-রুতুজা জুটির
চাইনিজ তাইপের এন-শু লিয়াং এবং সুং-হাও হুয়াং-এর বিরুদ্ধে তৃতীয় সেট টাইব্রেকারে জিতে সোনা জিতলেন রোহন বোপান্না এবং রুতুজা ভোসলে জুটি। বিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলেন এই দুই ভারতীয়।
Asian Games Day 7 Live Score: Boxing- অলিম্পিক্সে জায়গা পাকা লভলিনার
মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে সেমিফাইনালে একটি পদক এবং ২০২৪ প্যারিস অলিম্পিক্সে নিজের জায়গা নিশ্চিত করলেন লভলিনা বড়গোহাঁই। তিনি ৫:০ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার সুয়েওন সিওংকে পরাজিত করেন।
Asian Games Day 7 Live Score: Boxing-পদক নিশ্চিত করলেন প্রীতি
মহিলাদের বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে পদক নিশ্চিত করলেন প্রীতি পাওয়ার। হারিয়ে দিলেন কাজাকিস্তানের জাইনা শেকেরবেকোভাকে হারালেন তিনি। সেই সঙ্গে সেমিফাইনালে জায়গা করে বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন প্রীতি।
Asian Games Day 7 Live Score: Basketball- বাস্কেটবলে হার ভারতের
বাস্কেটবল কোয়ালিফায়ার রাউন্ডে হার ভারতের। ইরানের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হল টিম ইন্ডিয়াতে। ম্যাচের ফলাফল ১৭-১৯। কোয়ার্টার ফাইনালে ইরান খেলতে নামবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে।
Asian Games Day 7 Live Score: Golf- প্রথম স্থানে শেষ করলেন অদিতি
মহিলাদের গলফে দুর্দান্ত ফর্মে অদিতি অশোক। রাউন্ড ৩-য়ে আন্ডার পার ২২ স্কোর করে প্রথম স্থানে শেষ করেন তিনি।
Asian Games Day 7 Live Score: Shooting- রুপো সরবজোৎ, দিব্যা জুটির
সোনা জেতা হল না সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগালের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রানার্স হয়ে শেষ করলেন তারা। আর সেই সঙ্গে রুপো জিতে নিলেন ভারতীয় এই জুটি। আগের রাউন্ডে ভারত এগিয়ে ছিল কিন্তু ঝাং এবং জিয়াং-এর চিনের জুটি সোনা জেতার জন্য গর্জে ওঠে। ফলে চিনকে হারাতে না পারায় রুপো জিততে হল। ম্যাচের ফলাফল ভারত ১৪-১৬ চিন। আজকের প্রথম পদক এটি।
Asian Games Day 7 Live Score: Heptathlon- হাই জাম্প ইভেন্ট থেকে ছিটকে গেলেন স্বপ্না
হাই জাম্প ইভেন্টে স্বপ্না বর্মনের দৌড় শেষ। তিনি ১.৭৩ মিটার উচ্চতা পূরণ করতে পারলেন না এবং ইভেন্ট থেকে ৮৫৫ পয়েন্টে সংগ্রহ করেন তিনি। আর তাতেই ছিটকে গেলেন বাংলার এই অ্যাথলিট। তাঁর এই ফলাফলে হতাশ হয়েছে প্রত্যেকে।
Asian Games Day 7 Live Score: Heptathlon- প্রথম স্থানে চলে এলেন স্বপ্না
মহিলাদেল হেপ্টাথেলনের হাই জাম্প পর্বে দুর্দান্ত শুরু করলেন স্বপ্না বর্মন। ১.৬৪ মিটারে লাফ দিয়ে প্রথম স্থানে জায়গা করে নিলেন তিনি। পাশাপাশি একই ইভেন্টে নন্দিনী আগাসারা এই মুহূর্তে নবম স্থানে রয়েছেন। তাঁর শেষ সফল প্রচেষ্টা ১.৬১ মিটার।
Asian Games Day 7 Live Score: Men’s 1500m Heat 1-দ্বিতীয় স্থানে অজয়
১৫০০ মিটার হিট পর্বে ভারতের অজয় কুমার সরোজ ৩:৫১.৯৩ সময় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। সৌদি আরবের রাইদ আলজাদানি ৩:৫১.৮০ নিয়ে প্রথম স্থানে রয়েছেন।
Asian Games Day 7 Live Score: Shooting- সরবজোৎ সিং এবং দিব্যা জুটি ফাইনালে
ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ৩টি শটের পর ৫৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সোনার জন্য চীনের মুখোমুখি হবে এই জুটি। পাকিস্তান, জাপান, কোরিয়া এবং ইরান ব্রোঞ্জ পদকের ম্যাচে জায়গা করে নিয়েছে।
Asian Games Day 7 Live Score: Women’s 100m hurdles- ফাইনাবে ইয়ারাজি
১০০ মিটার হার্ডলসের ফাইনালে জায়গা করে নিলেন জ্যোতি ইয়ারাজি। তিনি সময় নেন ১৩.০৩। ১০০ মিটার হার্ডলসের হিট ১ এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি সরাসরি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন। চীনের ইউওয়েই লিন ১২.৭৯ ব্যক্তিগত সেরা সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন।
Asian Games Day 7 Live Score: Men’s Long Jump- ফাইনালে শ্রীশঙ্কর
পুরুষদের লং জাম্পে হিট ওয়ানে প্রথম প্রচেষ্টাতেই ভুল করে বসেন জেসউইন অলড্রিন। তবে মুরলী শ্রীশঙ্কর লং জাম্প হিট ২-এ তাঁর প্রথম প্রচেষ্টায় ৭.৯৭ লাফ দেন। তিনি তাঁর প্রথম লাফ দিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে ফেললেন।
Asian Games Day 7 Live Score: Heptathlon 100m- দ্বিতীয় স্থানে শেষ করলেন স্বপ্না
মহিলাদের হেপ্টাথলন ১০০ মিটার বিভাগে দ্বিতীয় স্থানে শেষ করলেন স্বপ্না বর্মন। ১৩.৮৮ সেকেন্ড সময় নিয়ে চিনের ঝেং নিনালিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন এই বঙ্গ সন্তান।
Asian Games Day 7 Live Score: Shooting- ট্র্যাপ ৭৫-যোগ্যতা অর্জন পর্ব
কাইনান দারিয়াস চেনাই, পৃথ্বীরাজ টোন্ডাইমান এবং জোরাভার সিং সান্ধু ট্র্যাপ-৭৫-এর কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতের হয়ে নেমেছেন। চেনাই এবং টোন্ডাইমান রাউন্ড ১ শেষে ৫ টি শট করেছেন।
Asian Games Day 7 Live: দেখে নেওয়া যাক ভারতের আজকের গুরুত্বপূর্ণ ইভেন্ট কী
এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতীয় অ্যাথলিটরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবে। তার মধ্যে ওয়েটলিফটিংয়ে গ্রুপ বি-তে নামবেন মীরাবাই চানু। এছাড়াও ৫৫ কেজি বিভাগে নামবেন বিন্দারানী দেবী। এছাড়াও ভলিবলে ভারত নামবে কোরিয়ার বিরুদ্ধে। আজ টেনিস থেকে সোনা আসার সম্ভাবনা রয়েছে। মিক্সড ডাবলস ফাইনালে রুতুজা ভোসলে এবং রোহন বোপান্না জুটি খেলতে নামবেন। এছাড়াও টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল পর্ব রয়েছে। পাশাপাশি স্কোয়াশের ফাইনালে ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়াও রোলার স্কেটিংয়ের এলিমিনেটরের ফাইনালে নামবে ভারত। হকিতে আজ ভারত বনাম পাক ম্যাচ রয়েছে। এছাড়াও বক্সিংয়ে পুরুষ এবং মহিলাদের বেশ কিছু বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে।
Asian Games Day 7 Live Score: নমস্কার! সুপ্রভাত
নমস্কার, সুপ্রভাত। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ সপ্তম দিনে পা দিল এশিয়ান গেমস। আজও একাধিক ইভেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। এশিয়ান গেমসের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।