
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মণিপুরে উত্তেজনার ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলছে। কুকি এবং মৈতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ গেছে বহু। এরই মধ্যে আক্রান্ত ফুটবলও। মিজোরামে গিয়ে মণিপুরের দুই ক্লাব ম্যাচ খেলতে না চাওয়ায় অবশেষে দুই রাউন্ডের ম্যাচ আয়োজন করতে পারল না আইলিগ কর্তৃপক্ষ। বাধ্য হয়েই তিন ক্লাবকে দেওয়া হল ম্যাচ পিছু এক পয়েন্ট।
মিজোরামের ক্লাব আইজল এফসি দীর্ঘদিন ধরেই খেলে আইলিগে। শেষ দুই রাউন্ডে সেখানে খেলতে যাওয়ার কথা ছিল মণিপুরের দুই ক্লাব নেরোকা এফসি এবং ট্রাউ এফসির। এর মধ্যে গত মঙ্গলবার ছিল ট্রাউ এফসি বনাম আইজল এফসির ম্যাচ। আগামীকাল অর্থাৎ শুক্রবার হওয়ার কথা ছিল নেরোকা এফসি বনাম আইজলের ম্যাচ। কিন্তু সাম্প্রতিককালে মণিপুরে ফের কুকি, মৈতেই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপরই মণিপুরি দলগুলি মিজোরামে ম্যাচ খেলতে যেতে চায় না বলে জানিয়ে দেয়। এর ফলেই শেষ রাউন্ডের দুই ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করে ১ পয়েন্ট করে প্রতি ম্যাচ পিছু দেওয়া হয় তিন দলকে।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে চাইছেন লারা, স্যামসনকে দিয়ে ওপেন করানোর দাবি আম্বাতির
ঘটনার সুত্রপাত ট্রাউ দলের এক চিঠি কেন্দ্র করে। স্পষ্টতই তাঁরা মিজোরামে খেলতে যাওয়ার বিরোধিতা করে ফেডারেশনকে জানায়, ‘ফুটবলের থেকেও তাঁদের কাছে জীবন আগে। মিজোরামে নিরাপত্তার সসমস্যা দেখা দিতে পারে, সেই জন্য তাঁরা সেখানে খেলতে যেতে চান না। হয় ম্যাচ অন্যত্র সরিয়ে দেওয়া হোক, অন্যথায় তাঁদের ওয়াকওভার দেওয়া ছাড়া উপায় থাকবে না’। আরেক মণিপুরি ক্লাব নেরোকাও সুর মিলিয়ে জানিয়ে দেয় মিজোরামে খেলতে গেলে অন্যায় করা হবে। নিজের জীবন বাঁচানোর জন্য আইজল বাদে যে কোনও রাজ্যে খেলতে রাজি তাঁরা। অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি চিঠি দিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করে, সেক্ষেত্রে তাঁরা খেলতে যেতে তৈরি।
আরও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজির
উল্লেখ্য ট্রাউ এবং নেরোকা, দুই ক্লাবেরই আইলিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে। এদিকে আইজলের খুব বেশি উন্নতি বা অবনমন কোনওটাই হবে না, এই ম্যাচ দুটি থেকে। তাই তাঁদের কাছে অন্যত্র ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে, কিন্তু তারা রাজি হননি। আইজল দাবি করে, সেখানে এখনও পর্যন্ত এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি যে বাকি দুই দল খেলতে যেতে পারবে না। মিজোরামে সাম্প্রদায়িক কোনও সংঘর্ষ হচ্ছে না।
আরও পড়ুন-‘ওরা তো সব ২৫-৩০ রানের প্লেয়ার’,বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নির্বাচকের
এরপরই বিতর্ক এড়াতে আইজল-ট্রাউ ম্যাচের জন্য দুই দলকে এক পয়েন্ট করে, এবং আইজল-নেরোকা ম্যাচে জন্য দুুই দলকে এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের এক কর্তা জানায়, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনও নতুন ভেনু ঠিক করতে না পারে আয়োজক ক্লাব, সেক্ষেত্রে ফেডারেশন তাঁদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। আর এক পয়েন্ট দেওয়াটাই এই মূহূ্র্তে সঠিক সিদ্ধান্ত, কারণ তাতে তিনটি দলেরও কোনও ক্ষতি বা লাভ হবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports