প্লেনের খাবার নিয়ে দফায় দফায় অসন্তোষ প্রকাশ করছেন নামী ব্যক্তিরা। কখনও খাবারে চুল তো কখনও খাবার পরিবেশনের সময় দুর্ব্যবহার, নানা সময় নানা বিষয় নিয়ে সমাজ মাধ্যমে অভিযোগ জানান নামী ব্যক্তিরা। রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। নেটজেনদের চরম গালাগালির মুখেও পড়তে হয় উড়ান সংস্থাদের।
তবে এবারের ঘটনা একটু আলাদা। খাবারের মান নিয়ে নয়, স্বয়ং খাবার নিয়েই প্রশ্ন উঠল এবার। প্রশ্ন তুললেন বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর। নাগপুর থেকে মুম্বই ফ্লাইটে খাবারের ছবি শেয়ার করে সোজা প্রশ্ন ছুঁড়ে দেন উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়াকে। এই খাবারগুলি কী ভারতীয়দের জলখাবারে খাওয়া উচিত? এমনটাই প্রশ্ন রাখলেন তিনি। খাবার সম্পর্কে উড়ান সংস্থার জ্ঞানগম্যি আছে কিনা তা নিয়ে বেশ সন্দিহান সঞ্জীব। সে কথাই এই দিনের প্রশ্নের মাধ্যমে ঠারে ঠারে বুঝিয়ে দিলেন।
নাগপু্র থেকে মুম্বইগামী ফ্লাইট ধরেছিলেন সঞ্জীব কাপুর। সেখানেই সকালের জলখাবারে তাকে খেতে দেওয়া হয় ঠান্ডা হয়ে যাওয়া চিকেন টিক্কা, কোনও রকমে তৈরি একটা স্যান্ডউইচ আর চিনির সিরাপ! এমন খাবারের ছিরি দেখেই রেগে বোম হয়ে যান সঞ্জীব। ফ্লাইট মুম্বইতে নামার পর টুইটারে একহাত নেন এয়ার ইন্ডিয়াকে।